মৃতদেহ থুতু ফেলে না নিঃশ্বাসও নেয় না, তাই সংক্রমণের আশঙ্কাও নেই: মেয়র

করোনা আপডেট :৪ এপ্রিল, সন্ধে ৭ টা। বিশ্ব : আক্রান্ত ১১,৩৮,৩৫৭। মৃত ৬১,১৪৪। দেশ : আক্রান্ত ৩০৮২, মৃত ৮৬। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

করোনা আক্রান্তে মৃতদের দেহ সৎকার নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে কলকাতা শহরে। এই রাজ্যে করোনায় তিন মৃতের শেষকৃত্য নিয়ে নাজেহাল হতে হয়েছে প্রশাসনকে। নিমতলা হোক ধাপা কিংবা আড়িয়াদহ, স্থানীয় মানুষের প্রবল আপত্তি এবং বিক্ষোভে ঘন্টার পর ঘন্টা মৃতদেহ সৎকার করা যায়নি।

এই প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমাদের প্রিয় বিরোধীরা, বিশেষ করে নিচুতলার কিছু নেতা মানুষকে ভুল বুঝিয়েছে। তাই সাময়িকভাবে সৎকারে একটু সমস্যা হলেও মানুষ বুঝেছে এখন।”

এরপরই মেয়র বলেন, “মৃতদেহ থুতুও ফেলে না। নিঃশ্বাসও নেয় না। তাই সেখান থেকে করোনা সংক্রমণের কোনও সম্ভাবনাই নেই। তাছাড়া একটি মৃতদেহ যখন চুল্লিতে দেওয়া হয়, তখন তা ৮০০ থেকে ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ে। আর বিজ্ঞান বলছে, ৫২ ডিগ্রির উপর তাপমাত্রায় কোনও ভাইরাসই জীবিত থাকে না। সুতরাং, করোনা সংক্রমণে মৃতের থেকে কোনওভাবেই ভাইরাস ছড়ানোর আশঙ্কা নেই।”

Previous articleলকডাউন অমান্য! প্রাণ হারালেন নাইজেরিয়ার যুবক
Next articleরেলের টিকিট ১৫ এপ্রিল থেকে!