Sunday, August 24, 2025

স্বামীজির বাণী তুলে প্রদীপ জ্বালিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আর্জি বেলুড় মঠের

Date:

করোনার বিরুদ্ধে একজোট হয়ে আজ, রবিবার রাত ৯ টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশবাসীকে মোদির আবেদনে সাড়া দেওয়ার আবেদন করলো বেলুরমঠ এবং ইসকন কর্তৃপক্ষ।

এক ভিডিও বার্তায় বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সমগ্র দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান করেন। তিনি বলেন, “চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রবিবার রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য প্রত্যেকে নিজেদের ঘরের আলো নিভিয়ে মোমবাতি-প্রদীপ-টর্চ কিংবা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে করোনার বিরুদ্ধে একতা প্রদর্শন করি।”

এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি বাণী উদ্ধৃতি করে বেলুড় মঠের পক্ষ থেকে ইংরাজি-হিন্দি ও বাংলা ভাষায় দেশের প্রতিটি নাগরিককে রাত ৯ টায় ৯ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার ডাক দেওয়া হয়। মহারাজ বলেন, “স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, বিশ্বের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে সমস্ত শুভ শক্তির জাগরণ ঘটাতে। চলুন আমরা সকলে সেই ভাবেই প্রধানমন্ত্রীর আবেদনে সারা দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে একজোট করি।”

পাশাপাশি মহারাজ জানান, এই সঙ্কটকালে বেলুর মঠ দেশের প্রতিটি রাজ্যে এবং অন্যান বেশকিছু দেশে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন প্রতিটি মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

শুধু বেলুড় মঠ নয়, প্রধানমন্ত্রী মোদির আবেদনে দেশবাসীকে সাড়া দেওয়ার আর্জি জানিয়েছে ইসকন। ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমন দাস এক ভিডিও বার্তায় বলেন, ” আসুন আজ রাতে একটি করে প্রদীপ জ্বালাই। এই অন্ধকার দূর করি। আমরা কেউ একটা নয়, তা বুঝিয়ে দিতে গোটা দেশ প্রদীপ জ্বালিয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিই।”

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version