Wednesday, August 27, 2025

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

Date:

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর ঘটনা। চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। তবে বড়সড় কোনও দূর্ঘটনা হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। মালদা-আজিমগঞ্জ এক্সপ্রেস (Malda Ajimgunj Express) নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার আগেই ঘটে এই ঘটনা। তবে সঠিক সময়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ার ফলেই দূর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কিত ট্রেন যাত্রীরা।

সূত্রের খবর মালদা থেকে আজিমগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিল মালদা-আজিমগঞ্জ এক্সপ্রেস(Malda Ajimgunj Express)। সেখানেই নিউ ফরাক্কা ঢোকার আগেই হঠাত্ করে ট্রেনের ওপর ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। সেই সময়ই ঘটে বিপত্তি। তবে সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীদেরও ট্রেন থেকে সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনায় হয় রেল স্টেশনে। কিন্তু এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

ফরাক্কা ব্যারেজে ঢোকার আগেই ঘটেছে এই ঘটনাটি। অনেকেই প্রশ্ন তুলছেন যদি সেটি ব্যারেজের ওপর হত, তবে সেখানেই দাঁড়িয়ে থাকতে হত ট্রেনটিকে এবং যাত্রীদের নামানোর কোনওরকম ব্যবস্থাও করা যেত না। এতে আতঙ্ক যে অনেক বড় আকার নিতে পারত তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। কেন এমন ঘটনা ঘটেছে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্তও। প্রশ্ন উঠছে রক্ষণা বেক্ষণ নিয়েও। কোনও বড় দূর্ঘটনা হয়নি ঠিকই। কিন্তু হতেও যে পারত না এমন সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version