লকডাউন পরবর্তী ভারতের অর্থনীতি কেমন হওয়া উচিৎ, এ বিষয়ে মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। ‘পারহ্যাপস ইন্ডিয়াস গ্রেটেস্ট চ্যালেঞ্জ ইন রিসেন্ট টাইমস’ শীর্ষক ব্লগে তিনি লিখেছেন, “স্বাধীনতার পর এই ধরনের অবস্থা কখনও তৈরি হয়নি।” ১৩.৬ কোটি মানুষের জীবিকা বড়সড় ঝুঁকির সামনে পড়ে যাবে বলে ব্লগে আশঙ্কা প্রকাশ করেছেন রঘুরাম।

রাজন তাঁর ব্লগে সরকারের কাছে আর্জি জানিয়েছেন, “লকডাউন পরবর্তী সময়ে আমরা কোন পথে চলব তার পরিকল্পনা এখন থেকেই করা হোক।
ছোট এবং মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক কোটি মানুষকে কী ভাবে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া যায় তারজন্যও ভাবনা চিন্তা প্রয়োজন বলে ব্লগে লিখেছেন প্রাক্তন আরবিআই গভর্নর। তাঁর বক্তব্য, একেবারে গরিব মানুষের হাতে অর্থ দেওয়ার ক্ষেত্রে গুরুত দিতে হবে। তাঁর বক্তব্য, জরুরি খরচ বাদ দিয়ে অতিরিক্ত খরচ কমানোর ব্যাপারেও গুরুত্ব আরোপ করতে হবে।
