Tuesday, August 26, 2025

বিগ বি-র সানগ্লাস হারিয়ে গিয়েছে, খুঁজল ভারতীয় চলচ্চিত্র ‘পরিবার’

Date:

Share post:

তাঁদের পরিচয় অভিনেতা। রুপোলি পর্দার মাধ্যমে তাঁরা কেউ দর্শকদের মনে শাহেনশাহ, কেউ বা থালাইভা, কেউ পিগি চপস্, আবার কেউ বুম্বাদা। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গৃহবন্দি এঁরাও। কিন্তু সবারই মন পড়ে আছে কর্মক্ষেত্রে। তাই অভিনব উদ্যোগ নিল ভারতীয় সিনেমা জগৎ। বাড়িতে তৈরি হয়েছে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। নাম ‘ফ্যামিলি’। ছবির প্রধান বৈশিষ্ট্য হল অভিনেতা-অভিনেত্রীরা যে যার নিজের বাড়ি থেকেই শুটিং করেছেন। সেগুলি এডিট করে তৈরি হয়েছে ছবি।

গল্পের প্রথম দৃশ্য দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন তাঁর সানগ্লাস খুঁজছেন। সেই খোঁজা দিয়েই শুরু হচ্ছে ছবি। বিগ-বি সানগ্লাস খুঁজতে লেগে পড়েছেন একে একে দলজিৎ, রণবীর কাপুর, রজনীকান্ত, সোনালি কুলকার্নি, প্রসেনজিৎ, মোহনলাল, চিরঞ্জীবীর। শেষে অবশ্য সানগ্লাসটা পাওয়া গেল আলিয়া ভাটের মাথায়। সেখান থেকে সানগ্লাস নিয়ে অমিতাভ বচ্চনের হাতে পৌঁছে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু লকডাউনের বাজারে রোদ চশমা পরে তিনি যাবেন কোথায়? এই প্রশ্ন ছুড়ে দেন পিগি চপস। উত্তরে বিগ বি জানান, “এখন তো কদিন বাড়িতে থাকব। দরকার পড়বে না। তাই এখানে ওখানে পড়ে যাতে হারিয়ে না যায়। তাই জন্য খুঁজে পেতে যত্ন করে রাখছি”।
তারপরে আসে অমিতাভ বচ্চনের বক্তব্য। যেখানে তিনি জানান, প্রসূন পান্ডের ভার্চুয়াল ডিরেকশনে এই ছবিটা তাঁরা করেছেন বাড়ি বসেই। আর বার্তা দিতে চেয়েছেন “বাড়িতে থাকুন’ নিরাপদে থাকুন”। একইসঙ্গে সারা ভারতের সব ভাষার অভিনেতাদের একই ছবিতে বিভিন্ন প্রান্তে বসে অভিনয় করিয়ে ভারতীয় সিনেমা জগৎ যে একটা পরিবার তার বার্তাও দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিগ-বি জানান, সিনেমা এবং সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীদের সাহায্যে তহবিলও তৈরি হয়েছে।

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...