Sunday, November 16, 2025

বিগ বি-র সানগ্লাস হারিয়ে গিয়েছে, খুঁজল ভারতীয় চলচ্চিত্র ‘পরিবার’

Date:

তাঁদের পরিচয় অভিনেতা। রুপোলি পর্দার মাধ্যমে তাঁরা কেউ দর্শকদের মনে শাহেনশাহ, কেউ বা থালাইভা, কেউ পিগি চপস্, আবার কেউ বুম্বাদা। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গৃহবন্দি এঁরাও। কিন্তু সবারই মন পড়ে আছে কর্মক্ষেত্রে। তাই অভিনব উদ্যোগ নিল ভারতীয় সিনেমা জগৎ। বাড়িতে তৈরি হয়েছে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। নাম ‘ফ্যামিলি’। ছবির প্রধান বৈশিষ্ট্য হল অভিনেতা-অভিনেত্রীরা যে যার নিজের বাড়ি থেকেই শুটিং করেছেন। সেগুলি এডিট করে তৈরি হয়েছে ছবি।

গল্পের প্রথম দৃশ্য দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন তাঁর সানগ্লাস খুঁজছেন। সেই খোঁজা দিয়েই শুরু হচ্ছে ছবি। বিগ-বি সানগ্লাস খুঁজতে লেগে পড়েছেন একে একে দলজিৎ, রণবীর কাপুর, রজনীকান্ত, সোনালি কুলকার্নি, প্রসেনজিৎ, মোহনলাল, চিরঞ্জীবীর। শেষে অবশ্য সানগ্লাসটা পাওয়া গেল আলিয়া ভাটের মাথায়। সেখান থেকে সানগ্লাস নিয়ে অমিতাভ বচ্চনের হাতে পৌঁছে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু লকডাউনের বাজারে রোদ চশমা পরে তিনি যাবেন কোথায়? এই প্রশ্ন ছুড়ে দেন পিগি চপস। উত্তরে বিগ বি জানান, “এখন তো কদিন বাড়িতে থাকব। দরকার পড়বে না। তাই এখানে ওখানে পড়ে যাতে হারিয়ে না যায়। তাই জন্য খুঁজে পেতে যত্ন করে রাখছি”।
তারপরে আসে অমিতাভ বচ্চনের বক্তব্য। যেখানে তিনি জানান, প্রসূন পান্ডের ভার্চুয়াল ডিরেকশনে এই ছবিটা তাঁরা করেছেন বাড়ি বসেই। আর বার্তা দিতে চেয়েছেন “বাড়িতে থাকুন’ নিরাপদে থাকুন”। একইসঙ্গে সারা ভারতের সব ভাষার অভিনেতাদের একই ছবিতে বিভিন্ন প্রান্তে বসে অভিনয় করিয়ে ভারতীয় সিনেমা জগৎ যে একটা পরিবার তার বার্তাও দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিগ-বি জানান, সিনেমা এবং সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীদের সাহায্যে তহবিলও তৈরি হয়েছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version