শহরে ফুটপাথে হানা করোনার, কোভিড-১৯ আক্রান্ত দুই ভিখারি! গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

করোনা নিয়ে উদ্বেগ বাড়ল রাজ্য স্বাস্থ্য দফতরের। এবার

শহরের ফুটপাথে হানা দিলো কোভিড-১৯। তার জেরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শহরের দু’প্রান্তের দুই ফুটপাথবাসী ভিখারি।

এতদিন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তদের বেশিরভাগেরই বিদেশ যোগ ছিল। কিন্তু এবার করোনা ফুটপাথে থাবা বসাতেই কপালে ভাঁজ স্বাস্থ্য আধিকারিকদের। শহর কলকাতায় ফুটপাথবাসীর সংখ্যা নেহাতই কম নয়। ফলে গোষ্ঠী সংক্রমণের প্রবল আশঙ্কা তৈরি হলো।

জানা গিয়েছে, বউবাজার থানার এক সাব-ইনসপেক্টর সম্প্রতি ফুটপাথবাসী এক ভিখারিকে নিয়ে এনআরএস হাসপাতাল আসেন। ফুটপাথবাসী ওই ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে, এমন আশঙ্কা থেকেই তাঁকে নিয়ে হাসপাতালে আসেন ওই সাব-ইনসপেক্টর। সোয়াব টেস্টের পর দেখা যায় রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। এরপরই ওই ভিখারিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কার এখানেই শেষ নয়। বউবাজারের পর দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকার এক এক ভিখারির শরীরেও করোনা সংক্রমণের হদিশ মিলেছে। উপসর্গ দেখে তাঁকে ভর্তি করা হয়েছিল এম আর বাঙ্গুর হাসপাতাল। তাঁরও লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশে তাঁকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই কলকাতার ফুটপাথে নজরদারি শুরু করেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের তরফেও গোটা বিষয়টিকে বিরাট গুরুত্ব দিয়ে কাজ শুরু করা হয়েছে।

Previous articleনবান্নের প্রেস ব্রিফিংয়ে নোবেলজয়ীকে এনে চমক
Next articleপ্রকাশের মুখে নতুন ই-বুক ” যুবরাজের অগ্নিপরীক্ষা”