নিজের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে গরিব পরিবারগুলির অন্নসংস্থানে ” কল্পতরু” প্রকল্প ঘোষণা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন,” আমাকে যাঁরা ভোট দিয়ে জিতিয়েছেন, আমি যেমন তাঁদের সাংসদ; যাঁরা আমাকে ভোট দেন নি, আমি তাঁদেরও সাংসদ। আমি যতদিন সাংসদ আছি, যতদিন বেঁচে আছি, এই এলাকার কেউ অনাহারে কষ্ট পাবেন না, আমি কথা দিচ্ছি।” অভিষেকের এই সংলাপ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
