Wednesday, December 17, 2025

ভেন্টিলেটরে সঙ্কটজনক ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবার করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা বান্ধবীও

Date:

Share post:

অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড-১৯ লক্ষণগুলো আরও প্রকট আকার ধারণ করেছে তাঁর শরীরে। ১০ দিন ধরে প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও ৫৫ বছর বয়সী বয়সের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়েই তাঁকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, শ্বাস প্রশ্বাসের কষ্টের জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। আপাতত তাঁর কাজ সামলেছেন বিদেশমন্ত্রী ডমিনিক রাব।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতির মাঝে আরও খারাপ খবর। এবার তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডসের শরীরেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। একথা নিজেই স্বীকার করেছেন তিনি।

৩২ বছর বয়সী ক্যারি সাইমন্ডস টুইট করে বলেছেন, “করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গগুলো নিয়ে সপ্তাহখানেক ধরে আমি বিশ্রামে আছি। সাত দিন বিশ্রাম নেওয়ার পর আমার আর পরীক্ষা করার দরকার নেই। আমি এখন আগের চেয়ে ভালো আছি। অবস্থার আরও উন্নতি হচ্ছে। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়াটা অবশ্যই চিন্তার বিষয়। তাই চিকিৎসকদের সব পরামর্শ মেনে চলছি। আমি দেশের সকল অন্তঃসত্ত্বাকে চিকিৎসকদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি ঘোষণা করেন, তাঁরা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। দ্রুত তাঁরা বিয়েও করবেন। বাকিংহাম প্যালেস থেকে বলা হয়েছে, রানি এলিজাবেথ প্রধানমন্ত্রী ও তাঁর বান্ধবীর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছে।

উল্লেখ্য, হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, এখনও পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩৭৩ জন মারা গেছেন। এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫২ হাজার ২৭৪ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮৪ জন।

spot_img

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...