তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি একজন চিকিৎসক। করোনা বিশ্বমহামারীর আঁচ সামলাতে কঠিন সময়ে ব্যতিক্রমী নজির তৈরি করলেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী লিও ভরদকার। দেশের সর্বোচ্চ পদে থেকেও এক পেশাদার চিকিৎসকের দায়বদ্ধতা পালনে আইরিশ হেল্থ সার্ভিস এক্সিকিউটিভের কাজ করার সিদ্ধান্ত নিলেন। করোনাযুদ্ধের মোকাবিলায় ৪১ বছরের প্রধানমন্ত্রীর সামনের সারিতে থেকে এভাবে কাজ করার সিদ্ধান্ত সেদেশের স্বাস্থ্যকর্মীদের কাছেও বিরাট ইতিবাচক বার্তা দেবে।
করোনাযুদ্ধে এবার চিকিৎসকের দায়িত্ব পালনেও নেমে পড়লেন আইরিশ প্রধানমন্ত্রী ভরদকার
Date:
Share post:
