Friday, August 22, 2025

লকডাউন কি উঠবে? নাকি বাড়ানো হবে তার মেয়াদ? এই নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবার বৈঠকে ধাপে ধাপে লকডাউন তোলার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে সারা দেশে একেবারে লকডাউন না তুলে, ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে জোন হিসেবে ভাগ করে লকডাউন তোলার কথা বলছেন তাঁরা।

বিশেষজ্ঞদের অনেকেই বিদেশের উদাহরণ দিচ্ছেন। তাঁদের কথায়, সব জায়গায় লকডাউন না-তুলে সংক্রমণ ও হট স্পটের নিরিখে গোটা দেশকে তিন বা তার বেশি জোনে ভাগ করা উচিত। একটি নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি জোনের অবস্থা পর্যালোচনা করে লকডাউন তোলার সিদ্ধান্ত নেওয়া হোক।

অরুণাচলপ্রদেশ, মণিপুর, মিজোরাম, মণিপুর, পুদুচেরি, ঝাড়খণ্ড, গোয়া, হিমাচলপ্রদেশ, লাদাখ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দেশের বাকি অংশের তুলনায় মৃত্যুর সংখ্যা কম। আক্রান্তের সংখ্যাও সেখানে ২০ ছাড়ায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি প্রথম জোন হিসাবে চিহ্নিত করা উচিত। ১৫ এপ্রিলের পর লকডাউন শিথিল করা যেতে পারে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, পঞ্জাব, হরিয়ানা, অসম, চণ্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরের সংক্রমিতের সংখ্যা কোথাও ২৫০ ছাড়ায়নি। তাই দ্বিতীয় জোন করার কথা ভাবা হচ্ছে ওই রাজ্যগুলিকে। জোনটিতে লকডাউন আংশিক শিথিল করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
তৃতীয় জোনে রাখার কথা ভাবা হচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গানা ও কর্নাটকের মতো রাজ্যগুলি।এই রাজ্যগুলিতে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে লকডাউন আপাতত বজায় রাখার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা। তবে ১৪ এপ্রিলের মধ্যে ঠিক হবে লকডাউনের ভবিষ্যৎ।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version