মুখ্যমন্ত্রীর কাছে বাজার স্যানিটাইজেশনের আবেদন, ২০ মিনিটের মধ্যে কাজ শুরু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনের ২০ মিনিটের মধ্যে কাজ শুরু। নবান্নের বৈঠক চলাকালীন ওষুধের রিটেলার অর্গানিজেশনের এক প্রতিনিধি মুখ্যমন্ত্রীকে জানান, কলকাতায় ওষুধের সবচেয়ে বড় বাজার মেহেতা বিল্ডিং এবং বাগরি মার্কেট। কিন্তু এই দুই বাজারে দোকানগুলি খুবই ঘিঞ্জি। এই পরিস্থিতিতে যদি বাজার দুটিকে স্যানিটাইজ করা যায় তাহলে উপকার হবে। একথা শুনে সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাকে বিষয়টি দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন দমকল এবং পুরসভার সঙ্গে সমন্বয় করে কাজটা করতে বলেন। ২০-২৫ মিনিটের মাথায় মুখ্যমন্ত্রীর মোবাইলে বার্তা আসে বাজার স্যানিটাইজ করার কাজ শুরু হয়ে গিয়েছে। পুলিশ সুপার নিজেই সে কথা জানান। মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করার পরেই তাঁকে ধন্যবাদ জানান উপস্থিত সবাই।

Previous articleহোটেল-রেস্তোরাঁ বন্ধের সময়সীমা বৃদ্ধির খবর ভুয়ো, জানাল প্রসার ভারতী
Next articleউত্তরবঙ্গ মেডিক্যালে বন্ধ করোনা চিকিৎসা, সিদ্ধান্ত রাজ্যের