উত্তরবঙ্গ মেডিক্যালে বন্ধ করোনা চিকিৎসা, সিদ্ধান্ত রাজ্যের

শুক্রবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার চিকিৎসা হবে না। বৃহস্পতিবার উত্তরকন্যায় জেলাশাসক দীপাপ প্রিয়া পি সহ স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করে রাজ্য করোনা বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির প্রধান ডা: অভিজিৎ চৌধুরী সাংবাদিকদের জানান, “করোনা আক্রান্ত রোগীর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা হবে না।” পাশাপাশি তিনি বলেন, “কারও যদি জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হয় তাহলে প্রথমেই তাঁকে নার্সিংহোমে যেতে হবে। চিকিৎসকরা মনে করলে সংশ্লিষ্ট রোগীকে আইসোলেশন পাঠানো হবে। কিন্তু সেটা মেডিক্যালে নয়। অন্য একটি নার্সিংহোম। সেখানেও যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে।” করোনা আক্রান্ত হলেই তাঁর মৃত্যু অবধারিত এমনটা নয় বলে আশ্বস্ত করেছেন তিনি। তাঁর কথায়, যেভাবে করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে তা ঠিক নয়। আতঙ্কেও অনেকে জ্ঞান হারায়। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ করোনা বাতাসে উড়ে বেড়ায়না। এসব গুজব বন্ধ করলে সকলেই আরও ভালো থাকবে।

Previous articleমুখ্যমন্ত্রীর কাছে বাজার স্যানিটাইজেশনের আবেদন, ২০ মিনিটের মধ্যে কাজ শুরু
Next articleহটস্পট খুঁজতে নয়া অ্যাপ ‘সন্ধানী’, গঠিত ডেটা অ্যানালিসিস সেল: ঘোষণা মুখ্যমন্ত্রীর