করোনা যুদ্ধের “রিয়েল হিরো” কলকাতা পুলিশকে ফুল-মিষ্টিতে বরণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

করোনা আপডেট :৯ এপ্রিল, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১৪,৮৭,৮৭০। মৃত ৮৮,৬৩০। দেশ : আক্রান্ত ৫,৭৩৪, মৃত ১৬৬ । রাজ্য : আক্রান্ত ৮০, মৃত ৫।

করোনার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কলকাতা পুলিশকে বিশেষভাবে সন্মান জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আজ, বৃহস্পতিবার দুপুরে তিনি কলকাতার গড়িয়াহাট মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের বিশেষ সন্মান জানান।

প্রথমেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে মাস্ক ও সানিটাইজার তুলে দেন। তারপর তাঁদের হাতে জল ও মিষ্টির তুলে দেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। ফুলে ফুলে তাঁদের বরণও করেন তিনি।

অগ্নিমিত্রা বলেন, “করোনার যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে কলকাতা পুলিশ। আমরা সবাই জীবন বাঁচাতে ঘরে বসে আছি। সেইসময় কলকাতা পুলিশ প্রতিদিন রাস্তায় রয়েছে। আইনশৃঙ্খলা সামলে রাস্তায় কলকাতাবাসীকে নিরাপত্তা দিচ্ছেন। কলকাতা পুলিশের কর্মীদের জীবনের দাম রয়েছে। তাদের পরিবার পরিজন রয়েছে। তারপরেও পুলিশকর্মীরা আমাদের নিরাপত্তা দিচ্ছেন। তাঁদেরকে স্যালুট জানাই।”

Previous articleরাজ্যে বাড়ল লাইসেন্স পুনর্নবীকরণের সময়সীমা
Next article“মীরজাফর বিশ্বাসঘাতক ছিলেন না” প্রকাশিত