Wednesday, December 17, 2025

কোন কোন ক্ষেত্রে করোনা পরীক্ষা? রাজ্যগুলিকে ছয় দফা নির্দেশ দিল ICMR ও স্বাস্থ্যমন্ত্রক

Date:

করোনাভাইরাস পরীক্ষার শর্ত বদলে এব্যাপারে আরও আগ্রাসী হওয়ার নিদান দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাতে ৬ দফা নির্দেশিকা জারি করে সব রাজ্যকে তা জানিয়েও দেওয়া হয়। করোনা সংক্রমণ খুঁজতে এবার কার্যত চিরুণি তল্লাশি শুরু করার নির্দেশ জারি হল। কোনও সন্দেহ হলেই পরীক্ষা করা হবে।

কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে:

1) করোনা আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রথমে পাঁচ দিনের মধ্যে একবার তারপর চোদ্দ দিনের মধ্যে একবার কোভিড টেস্ট করাতেই হবে। তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা না গেলেও বাধ্যতামূলক ভাবে তা করাতে হবে।

2) গত ১৪ দিনের মধ্যে কেউ বিদেশ থেকে ভারতে এলে এবং তাঁর মধ্যে উপসর্গ দেখা গেলেই কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

3) যাঁদের করোনা পজিটিভ এসেছে, তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের মধ্য উপসর্গ দেখা গেলেই টেস্ট করাতে হবে।

4) কোনও স্বাস্থ্য কর্মীর মধ্যে সামান্য উপসর্গ দেখা গেলেও বাধ্যতামূলক ভাবে তাঁর কোভিড টেস্ট হবে।

5) কোনও রোগীর প্রবল শ্বাসকষ্ট তথা (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি) থাকলেই তাঁর কোভিড টেস্ট করাতে হবে।

6) যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে, সেখানে কারও মধ্যে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা গেলে তাঁর পরীক্ষা করাতে হবে। উপসর্গ দেখা দেওয়ার সাত দিনের মধ্যে আরআরটি-পিসিআর টেস্ট করাতে হবে। আর যদি দেখা যায়, সাত দিনের বেশি সময় ধরে একই উপসর্গ রয়েছে তা হলে প্রথমে অ্যান্টিবডি টেস্ট করাতে হবে। তাতে নেগেটিভ এলে আরআরটি-পিসিআর করাতে হবে।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version