এবার রাজ্যের জেলায় জেলায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হচ্ছে। মূলত কোভিড সেন্টারগুলিতে পাঠানো হবে এই ওষুধ। প্রায় ২কোটি ওষুধ তৈরি হবে। তৈরি করবে বেঙ্গল কেমিক্যালস। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের কথাই ভাবা হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ না খাওয়ানোর কথাই বলা হচ্ছে। তার কারণ, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কোনও কারণ ছাড়া খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।