Friday, November 28, 2025

কোভিড ১৯-এর আশঙ্কার মেঘ উড়িয়ে দিচ্ছে রাতের নীল আকাশ

Date:

Share post:

সঞ্চিতা রায়, রাঁচির বাসিন্দা

লকডাউন কবে কাটবে জানি না। এক এক সময় মনে হচ্ছে, এই সময় কলকাতায় থাকলেই ভাল হত। আবার রাঁচির যা আবহাওয়া আর কলকাতায় যেরকম গরম পড়েছে শুনছি, তাতে মনে হচ্ছে লকডাউনের সময়টা এখানে থাকাটা মন্দ নয়। স্বামীর কর্মসূত্রে একমাস আগেই কলকাতা থেকে ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে আসা। ভেবেছিলাম আশপাশের ঝরনা, জঙ্গল, পাহাড় সব ঘুরে দেখব। এই সময় রাঁচি প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা সবাই জানে। ভূগোল বই থেকে শুরু করে গল্প-উপন্যাস সবেতেই বাঙালির এই ‘প্রিয় পশ্চিমের’ কথা পড়েছি অনেকবার। এখন থাকতে বেশ ভালই লাগছে। কিন্তু গৃহবন্দি দশায় কোথাও ঘুরে দেখা হয়নি এখনও। কারণ এখানে এসে থিতু হয়ে বসার প্রায় সঙ্গে সঙ্গেই লকডাউন ঘোষণা হয়েছে। একটা সুবিধে হয়েছে- আমার পুত্রের কলেজ ছুটি হওয়ার জন্য সেও আমাদের সঙ্গেই থাকতে পারছে।

দেশ জুড়ে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, তখনও ঝারখান্ড ছিল সুরক্ষিত। আক্রান্তের খবর তেমন মেলেনি। কিন্তু ৩১ মার্চ থেকে পরিস্থিতিটা বদলে গেল। একজন মালয়েশিয়ান মহিলার শরীরে ধরা পড়ল কোভিড ১৯। জানা গেল, রাঁচির একটি ধর্মীয় স্থানে তিনি আরও ২৩ জনের সঙ্গে লুকিয়ে ছিলেন। প্রশাসন অবশ্য সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে। সবাইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেন্টাইন কেন্দ্রে। আর তার সঙ্গেই আতঙ্ক বেড়েছে আপাত শান্ত শহরে। সবাই ভাবছে ওই ২৩ জন কাদের সংস্পর্শে এসেছিলেন? নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাইরে বেরোতে হচ্ছে বাড়ির লোককে। আর সব সময় ভয় উঁকি মারছে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে, জিনিসপত্রের মাধ্যমে বাড়িতে ঢুকে পড়ল না তো মারণ ভাইরাস। হাত থেকে শুরু করে জিনিসপত্র ধুয়ে চলেছি অবিরাম। মেনে চলছি বিশেষজ্ঞ ও সরকারি পরামর্শ।
তবে বেলা পড়ে এলে, সন্ধের আগে আকাশে চোখ মেললে অসম্ভব শান্তি আসে মনে। হালকা ঠান্ডা হওয়া, নীল আকাশে দিগন্ত জুড়ে পড়ন্ত সূর্যের আভা। আশা জাগায় রাত কেটে যাবে; নতুন সূর্য উঠবে। আমি আমার স্বামী-সন্তান নিয়ে হুড্র, জোনার বিভিন্ন ঝরনা দেখতে যাব। ম্যাকলাস্কিগঞ্জের জঙ্গলে যাব। টেগর পাহাড়ে দেখতে যাব রবীন্দ্রনাথের বাড়ি। আর সেই যাওয়ার প্রস্তুতি নিতে এখন বাড়িতে থাকাই শ্রেষ্ঠ উপায়।

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...