দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাংলার শ্রমিকদের রাজ্যে ফেরাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এ রাজ্যের সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি। তিনি এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
চিঠিতে অধীর বলেছেন, এই মুহুর্তে কাজ হারানো বাংলার শ্রমিক বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন৷ তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ করছি৷
লকডাউনের শুরু থেকেই অধীর চৌধুরি দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা বাংলার অগণিত শ্রমিক ও তাদের পরিবারের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের জন্য খাবার, ওষুধ, আশ্রয়ের ব্যবস্থা করেছেন৷ এ বার দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাংলার শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরানোর উদ্যোগ নিলেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করে অধীর তাঁর চিঠিতে
দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাংলা-সহ বিভিন্ন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ‘কোভিড প্রোটেকশন ট্রেন’-এর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন৷ প্রধানমন্ত্রীকে অধীর লিখেছেন, “সহায়সম্বলহীন শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, তাঁদের বাড়ি বা বাড়ির কাছাকাছি কোনও জায়গায় নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করুন৷ এই কাজে আমরা বিশেষ কোভিড প্রোটেকশন ট্রেনের সাহায্য নিতে পারি।” কেন্দ্র তাঁর এই আর্জি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে আশাপ্রকাশ করেছেন সাংসদ৷
রেলমন্ত্রক সূত্রের খবর, এখনও অধীর চৌধুরির চিঠির কোনও উত্তর দেওয়া না হলেও, যে ধরনের বিশেষ ‘কোভিড প্রোটেকশন ট্রেনের’ কথা সাংসদ বলছেন, তেমন ট্রেনের ব্যবস্থা করা খুব একটা সমস্যার নয় বলেই মনে করছে রেল মন্ত্রক৷