প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার কলকাতার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের বাবা-কে। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শরীরে করোনার উপসর্গ-ই দেখা দিয়েছে৷

জানা গিয়েছে, এই প্রবীণ ভদ্রলোকের বিদেশে যাওয়ার কোনও ইতিহাস নেই৷ তবে কিছুদিন আগে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি- জমায়েতে যোগ দেওয়া কয়েকজনের সংস্পর্শে এসেছিলেন৷ সেই কারণেই কোনও ঝুঁকি নিচ্ছেন না চিকিৎসকরা।
