লকডাউনের মধ্যেই দম্পতির গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পেপার মিল সংলগ্ন এলাকায়। রবিবাসরীয় সকালে বছর সত্তরের মুসলিম মিঞা ডাফলি এবং তাঁর স্ত্রী বছর চুয়ান্নর রহিমা বিবির গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মুসলিম মিঞা একজন তান্ত্রিক ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমেছে মগরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দম্পতির দুই ছেলেকে।