Tuesday, May 6, 2025

করোনা’র ধাক্কায় ভেঙে পড়েছে অন্য জরুরি স্বাস্থ্য পরিষেবা, নজর দিতে কেন্দ্রের চিঠি রাজ্যকে

Date:

করোনা-র ধাক্কা সামলাতে গিয়ে আর এক গুরুতর সমস্যা দেশজুড়ে মাথা চাড়া দিয়েছে৷ এই সমস্যা এতটাই গভীরে পৌঁছে গিয়েছে যে, কেন্দ্রকে নড়েচড়ে বসতে হলো৷

করোনা- প্রতিরোধে স্বাভাবিকভাবেই বাড়তি নজর দিতে হচ্ছে, এর ফলে বিঘ্নিত হয়ে পড়েছে অন্য জরুরি স্বাস্থ্য পরিষেবা৷ দৈনন্দিন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিষয়ে হাজারো অভিযোগে বিব্রত কেন্দ্রীয় সরকার৷

সমস্যার গভীরতা বুঝে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্র জরুরি নির্দেশ পাঠালো, করোনার বিরুদ্ধে যুদ্ধ তো চলবেই, তবে একই সঙ্গে চালিয়ে যেতে হবে অন্যান্য জরুরি দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবার কাজ৷ করোনা ছাড়া অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা প্রাপ্তিতে যাতে কোনও অসুবিধে না হয়, তা দেখার জন্য দেশের সব ক’টি রাজ্যের কাছে নির্দেশ পাঠালো কেন্দ্র৷ দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘ন্যাশনাল হেলথ মিশনের মিশন’-এর অধিকর্তা বন্দনা গুরনানি৷ এই চিঠিতে গর্ভবতী, প্রসূতি মহিলা ও সদ্যোজাত শিশুদের প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে৷

চিঠিতে বলা হয়েছে, ‘করোনা মহামারি আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উপরে মারাত্মক চাপ তৈরি করেছে৷ এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সবাইকে এখন দিন রাত বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে৷ করোনা- লড়াইয়ের পাশাপাশি বেশ কিছু ধারাবাহিক দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবার বিষয়টিও যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷’

ন্যাশনাল হেলথ মিশনের মিশন অধিকর্তা সব রাজ্যকে নির্দেশ দিয়েছেন,
“করোনার লকডাউনের মাঝে দেশের সর্বত্র গর্ভবতী, প্রসূতি ও সদ্যোজাতদের পাশাপাশি বয়স্ক মহিলা, পুরুষ ও ক্রনিক রোগে ভুগতে থাকা রোগীদের দিকে আগের মতোই ধারাবাহিক ভাবে নজর দিতে হবে৷ যে সব রোগীর ডায়ালিসিস বা কেমোথেরাপি চলছে, তাঁরা যাতে আগের মতোই চিকিৎসার সুযোগ পান, তা দেখার নির্দেশও দেওয়া হয়েছে এই চিঠিতে৷ একই রকম ভাবে বাড়তি নজর দিতে বলা হয়েছে সেই সব রোগীর প্রতি যাঁদের রক্ত সংক্রান্ত রোগ রয়েছে এবং নিয়মিত রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে৷ লকডাউনের সময়ে বিভিন্ন এলাকায় আটকে থাকা রোগীদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ লকডাউন চলাকালীন কোনও গর্ভবতী মহিলা বা অসুস্থ রোগীর হাসপাতালে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তা দেখতে হবে রাজ্য সরকারগুলিকেই, জানিয়েছে কেন্দ্র৷

Related articles

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version