Friday, December 5, 2025

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

Date:

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে সে কতটা অবিচল।

শুক্রবার দুপুরে মহেশতলার সম্প্রীতি ফ্লাইওভারের নিচে এক দুর্ঘটনায় আহত হন অভিজিৎ বর। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখেই দ্রুত তাঁকে ডাকঘরের কাছে থাকা সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যান। মুহূর্তের মধ্যেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও ক্যাম্পে পৌঁছান এবং চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন।

চিকিৎসক দল জানান, অভিজিৎ-এর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সেবাশ্রয়ের প্রস্তুতি ও তৎপরতার ফলে তিনি মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা পান। তাঁর মাথায় সেলাইও করা হয়।

মহেশতলা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস বলেন, “আজ অভিজিৎ নামে এক বাইক আরোহী, যিনি জোকায় থাকেন, তিনি তারাতলা থেকে বাটা দিকে যাচ্ছিলেন। পথে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি পড়ে গিয়ে গুরুতর জখম হন। ঘটনাটি আমাদের সেবাশ্রয় ক্যাম্পের একদম কাছে হওয়ায় আমাদের স্বেচ্ছাসেবকেরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আমাদের অ্যাম্বুলেন্সে বাটানগর মডেল ক্যাম্পে পাঠানো হয়, যেখানে এখন তাঁর সম্পূর্ণ চিকিৎসা চলছে।”

দ্বিতীয় পর্বেও সেবাশ্রয়(Sebashray) জরুরি চিকিৎসা পরিষেবায় দক্ষতা ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে—মানুষের দরকারের মুহূর্তে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাদের অঙ্গীকার আরও একবার প্রমাণিত হলো।

Related articles

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

অগ্নিদগ্ধ অভিনেতা আরিফিন শুভ! দ্রুত আরোগ্য কামনা অনুরাগীদের

শুটিং চলাকালীন ফ্লোরে শট দিতে গিয়ে আচমকাই অগ্নিদগ্ধ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ (Arifin Shuvoo)!তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসকের কাছে...

ভিন রাজ্যে ট্রফি জয় অব্যাহত ডায়মন্ডহারবারের, শুভেচ্ছা অভিষেকের

কয়েক দিনের ব্যবধানে ফের ট্রফি জিতল ডায়মন্ডহারবারএফসি( Diamond Harbour Football Club)। অসমের ডিগবয়ে বোডোউসা ট্রফি জিতেছে ডায়মন্ডহারবার (...
Exit mobile version