Tuesday, November 18, 2025

লকডাউন: যাদবপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে বাম ছাত্র-যুবরা

Date:

লকডাউনের পর থেকেই যাদবপুরের বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বামপন্থী ছাত্র-যুবরা। শুধু হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াই নয়, দুঃস্থ মানুষদের রান্না করা খাবার বিতরণ করছেন তাঁরা। তাঁদের সঙ্গে বিভিন্ন দিন যুক্ত হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। সোমবার যেমন তাঁদের এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছিলেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এদিন যাদবপুরে তিনভাগে বেরিয়েছিলেন ছাত্র-যুবরা। বিজয়গড়, শ্রীকলোনি আর বাপুজিনগরে রান্না করা দুপুরের খাবার তাঁরা তুলে দিয়েছেন ৫১৫ জনকে। বিজয়গড়, যাদবপুর, শ্রীকলোনি, বাঘাযতীন, বিদ্যাসাগর, রামগড়ের বিস্তীর্ণ অঞ্চলে ভ্যানে করে খাবার বিলি করা হয়।

আর শুধু পাত বেড়ে খাওয়ানোই নয়, বাপুজিনগর থেকে প্যাকেটি করা খাবার পৌঁছে দেওয়া হয় যাদবপুর-বাঘাযতীন স্টেশন সহ বেশ কিছু জায়গাতেও। একদিন দুদিন নয়, এই উদ্যোগ সোমবার দ্বাদশ দিন পূর্ণ করল। লকডাউনের নিয়ম মেনে, পরিচ্ছন্নতা অবলম্বন করে খাবার তৈরি করে পৌঁছে দিচ্ছেন বামপন্থী ছাত্র-যুবরা।
তবে খাবার রান্না করে বিলি করা বা পৌঁছে দেওয়াতে থেমে থাকছে না তাঁদের উদ্যোগ। ফোন পেলেই নবীন কমরেডরা ছুটছেন বয়স্ক মানুষদের খাবার, ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে পৌঁছে দিতে।
যাদবপুরের বাম নেতৃত্বের মতে দল দেখে নয়, ভোট বাক্সের দিকে তাকিয়েও নয়, শুধুমাত্র কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই ছাত্র-যুবরা। তাদের এই উদ্যোগ দেখে হাত বাড়িয়েছেন আরও অনেকে। যেমন
রাসবিহারী ‘শৈলুষিক’-এর পক্ষ থেকে চাল-ডাল-আলু-পেঁয়াজ দেওয়া হয়েছে। লকডাউন উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে চাকরি থাকবে কি না, বেকাররা চাকরি পাবেন কি না- তা জানা নেই। কিন্তু এখন নিজেদের এইসব চিন্তা দূরে সরিয়ে আর্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই তরুণ কমরেডরা।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version