Monday, November 3, 2025

শিলিগুড়ি, মুর্শিদাবাদে লকডাউনের শর্ত মানা হচ্ছে না, রাজ্যকে ফের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

রাজ্য সরকারকে ফের চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আবারও বলা হয়েছে, লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে না এই রাজ্যের সব জায়গায়। লকডাউন না মেনে কোথাও কোথাও এমন বিভিন্ন জিনিসের দোকান খোলা থাকছে, যেগুলি জরুরি নয় আদৌ। অত্যাবশ্যক পরিষেবার মধ্যেও পড়ে না। কোনও কোনও ধর্মস্থানে এখনও অপ্রয়োজনীয় জমায়েত চলছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় এই চিঠি লেখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বলা হয়েছে, রাজ্যের নানা জায়গায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে জমায়েত করছেন মানুষ। শিলিগুড়িতে এমন অনেক দোকান খোলা রাখা হয়েছে, যেগুলি জরুরি পণ্যের দোকান নয়। একইসঙ্গে চিঠিতে লেখা হয়েছে, মুর্শিদাবাদেও কিছু অপ্রয়োজনীয় ধর্মীয় জমায়েত করা হচ্ছে।
কেন্দ্রের চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, লকডাউন যাতে যথাযথভাবে মানা হয়, সেবিষয়ে রাজ্যেকে পদক্ষেপ করতে হবে। ভবিষ্যতে এমন যাতে আর না হয়, সে জন্য জেলা প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে শুধু এ রাজ্যকেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্য প্রশাসনকেই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, যাতে লকডাউনের সমস্ত নিয়ম মানা হয়। বিশেষ করে বলা হয়েছে, পণ্যপরিবহণের জন্য চলা ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণের কথা। কোয়ারান্টিনে থাকা মানুষদের উপর বিশেষ নজরদারি অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version