Sunday, May 4, 2025

শিলিগুড়ি, মুর্শিদাবাদে লকডাউনের শর্ত মানা হচ্ছে না, রাজ্যকে ফের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

রাজ্য সরকারকে ফের চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আবারও বলা হয়েছে, লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে না এই রাজ্যের সব জায়গায়। লকডাউন না মেনে কোথাও কোথাও এমন বিভিন্ন জিনিসের দোকান খোলা থাকছে, যেগুলি জরুরি নয় আদৌ। অত্যাবশ্যক পরিষেবার মধ্যেও পড়ে না। কোনও কোনও ধর্মস্থানে এখনও অপ্রয়োজনীয় জমায়েত চলছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় এই চিঠি লেখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বলা হয়েছে, রাজ্যের নানা জায়গায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে জমায়েত করছেন মানুষ। শিলিগুড়িতে এমন অনেক দোকান খোলা রাখা হয়েছে, যেগুলি জরুরি পণ্যের দোকান নয়। একইসঙ্গে চিঠিতে লেখা হয়েছে, মুর্শিদাবাদেও কিছু অপ্রয়োজনীয় ধর্মীয় জমায়েত করা হচ্ছে।
কেন্দ্রের চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, লকডাউন যাতে যথাযথভাবে মানা হয়, সেবিষয়ে রাজ্যেকে পদক্ষেপ করতে হবে। ভবিষ্যতে এমন যাতে আর না হয়, সে জন্য জেলা প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে শুধু এ রাজ্যকেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্য প্রশাসনকেই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, যাতে লকডাউনের সমস্ত নিয়ম মানা হয়। বিশেষ করে বলা হয়েছে, পণ্যপরিবহণের জন্য চলা ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণের কথা। কোয়ারান্টিনে থাকা মানুষদের উপর বিশেষ নজরদারি অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version