Wednesday, December 17, 2025
কুণাল ঘোষ

এসব কী হচ্ছে? তীব্র প্রতিবাদ রইলো

সোমবার দুপুর।
ভ্রাতৃসম এক সাংবাদিকের ফোন। গলায় উদ্বেগ ও উত্তেজনা।
এই তরুণ সাংবাদিকটি এক জনপ্রিয় টিভি চ্যানেলে কর্তব্যরত। সেই চ্যানেল ধর্মনিরেপক্ষ। আরেকটু এগিয়ে বিজেপির তীব্র সমালোচকও বলা যায়।

ছেলেটি সকাল থেকে মাস্ক পরা নিয়ে খবর করছিল। বাধ্যতামূলক বিষয়টি কারা করছেন বা কারা অমান্য করছেন।

উল্টোডাঙাসহ উত্তর কলকাতার একাধিক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলে তার চিত্র সাংবাদিক। সে খবর করে। যারা মাস্ক পরে নি, তাদের পুলিশ মাস্ক পরতে বাধ্য করছে, এমন ইতিবাচক খবরও করে।

এরপর মধ্য কলকাতার একটি বিশেষ জায়গায় পৌঁছে সে দেখে রাস্তায় অনেক লোক ঘুরছে এবং প্রায় কেউ মাস্ক পরে নি। পুলিশ উদাসীন।

তারা ক্যামেরা নিয়ে নামে। ছবি তোলে। তাই দেখে দুই পুলিশকর্মী একটু সক্রিয় হয়। দুএকজন পথচারী রুষ্ট হয়।
সাংবাদিক একটি ” ওয়াক থ্রু” রেকর্ড করে।

এরপর হঠাৎ বড়সড় জটলা করে থাকে ঘিরে অকথ্য গালিগালাজ ও অপমান করা হয়। বলা হয় ” মোদি কা দাল্লা”। সে বলে,” আমি কেন মোদির দালাল হতে যাব? আপনারা মাস্ক না পরে এতজন ঘুরছেন। তাই খবর করছি।” এরপর ছেলেটির মা, বোন তুলে গালমন্দ চলে। বলা হয়, এইসব খবর দেখিয়ে মহল্লাকে বদনাম করা হচ্ছে। মোদির দালালরাই এসব করে। গাড়ি ঘিরে রাখা হয়। শেষে খবর পেয়ে বাড়তি পুলিশ এসে তাকে বার করে ঘেরাটোপ থেকে। মারমুখী জনতা এক নেতার নাম করে তাকে হুমকি দিতে থাকে।

ছেলেটি সেই নেতার নম্বর জোগাড় করছে। তাঁকে ফোন করে অনুগামীদের কান্ড জানাবে বলে।

এই তরুণ সাংবাদিক অতি ভদ্র, রুচিশীল ছেলে। দক্ষ সাংবাদিক।
তাকে এই ধরণের কুৎসিত অভিজ্ঞতার মুখে পড়তে হবে কেন?
সে কোনো অন্যায় করে নি। অথচ তার বড় কোনো বিপদ ঘটে যেতে পারত।

মূর্খ জনতা এটুকুও জানে না, ওই চ্যানেল বিজেপির কড়া বিরোধিতা করে।

সবচেয়ে দুঃখের কথা, এই করোনাযুদ্ধের পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে বা অন্য বাধ্যবাধকতায় সেই চ্যানেল এই ঘটনা কতটুকু সম্প্রচার করতে পারবে, বলা সহজ।

মাঝখান থেকে সাংবাদিকটি চূড়ান্ত লাঞ্ছিত, অপমানিত হল। এর কোনো পুলিশ কেসও নিশ্চয়ই হবে না।

আমরা ধর্মনিরপেক্ষতা আর সম্প্রীতির কথা একশোবার বলব। কিন্তু সেটা করতে গিয়ে একটি শ্রেণীর লাগামহীন মাত্রাছাড়া উগ্রতাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এর ফল আগামীদিন সকলকে ভোগ করতে হবে।

সরকারি নিয়ম সবার জন্য। দয়া করে প্রশাসন সকলকে বোঝাক। শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে শাক তো ফুরিয়ে এলো!

কলকাতার বুকে বিনা দোষে ওই তরুণ সাংবাদিককে হেনস্থার মুখে পড়তে হবে কেন????? কেন?????? কেন???????

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version