করোনা মোকাবিলায় ভারতে প্রথম পর্বে ২১দিনের লকডাউন শেষ হওয়ার কথা আজ ১৪ এপ্রিল মধ্যরাতে। কিন্তু তার আগেই এদিন সকালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর এই লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

মঙ্গলবার WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডাঃ পুনম ক্ষেত্রপাল সিং এই সিদ্ধান্তকে সময়োপযোগী কঠোর সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। দেশে টানা ৬ সপ্তাহের লকডাউন ভাইরাসের সংক্রমণ রুখতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোভিড-১৯ মহামারির মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ ডাঃ সিং।
