করোনা সতর্কতায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ২ জন চিকিৎসক ও ৩ জন নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল বলে সূত্রের খবর। ডেথ সার্টিফিকেট অনুযায়ী, ১২ তারিখ সকাল ১০ কাঁকিনাড়ার একজন রোগীর মৃত্যু হয়। তাঁর কোভিড 19 পজিটিভ ধরা পড়ে। তারপরই ওই রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক ও নার্সদের হোম করেনটাইনে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও এই খবরের বিষয়ে হাসপাতাল সুপার কিছু বলতে চাননি। জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে যা বলার স্বাস্থ্য দফতর বলবে।



