নদিয়ার নার্সকে সরকারি আবাসন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নদিয়ার যে নার্সকে বাড়ি ঢুকতে দেননি বাড়িওয়ালা, তাঁকে সরকারি আবাসন দেওয়া হবে। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা অত্যন্ত অমানবিক যে, যিনি করোনা রোগীদের চিকিৎসা করছেন, তাঁকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হল না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে সরকারি আবাসনের ফ্ল্যাট দেওয়া হল।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও কোনও সমস্যা থাকলে, আপত্তি থাকলে সেটা সরাসরি সরকারকে জানান”। এ প্রসঙ্গে জামুড়িয়ার ওসির উপর আক্রমণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন ঘিঞ্জি এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার হওয়ায় তিনি সেটা সরিয়ে দিতে বলেছেন।

Previous articleজরুরি উৎপাদনে ছাড় পেল কলকাতার অনীর ইঞ্জিনিয়ারিং
Next articleরাজ্যপালকে একহাত নিয়ে মমতা, এটা রাজনীতির সময় নয়