Tuesday, August 26, 2025

বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে গুজব ছড়ানোর মূল পাণ্ডা গ্রেফতার

Date:

মুম্বইয়ের বান্দ্রায় লকডাউন ভেঙে জমায়েত করার জন্যে পরিযায়ী শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগে গ্রেফতার মূল পাণ্ডা বিনয় দুবে। এই ব্যক্তি নিজেকে শ্রমিক নেতা হিসাবে দাবি করে বাস-ট্রেন চলাচল শুরুর গুজব রটায়। যে গুজবের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে লকডাউন ভেঙে বাড়ি ফেরার জন্য জমায়েত হন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। করোনাভাইরাস লকডাউন নামে ভিডিওতে দেখা গিয়েছে বিনয় দুবে নামে ওই স্বঘোষিত শ্রমিকনেতা সরকারকে বিভিন্ন জায়গায় আটকে পড়া অভিবাসী শ্রমিকদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করতে বলছে। তার বক্তব্য, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ থেকে আসা শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করছে সরকার। মঙ্গলবার রাতেই তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এছাড়া

লকডাউনের নিয়ম না মানায় ১ হাজার শ্রমিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। লকডাউনের সময় গুজব ছড়িয়ে অশান্তি ছড়ানোয় মদত দেওয়ার অভিযোগে বিনয় দুবেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে মুম্বইয়ের বান্দ্রা স্টেশন চত্বর। ওই এলাকায় কমপক্ষে কয়েক হাজার অভিবাসী শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের একটাই দাবি ছিল, যে কোনওভাবে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। কিন্তু হঠাৎ এত শ্রমিকের ক্ষেপে ওঠার নেপথ্যে ছিল এক ব্যক্তির উস্কানি। ১৪ এপ্রিল লকডাউন শেষ হচ্ছে ভেবে বিনয় দুবে নামের ওই ব্যক্তি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আটকে পড়ে অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরার ডাক দেয়। স্ব-ঘোষিত শ্রমিক নেতা বিনয় দুবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে “চলো ঘর কি ওর” অর্থাৎ কিনা “চলুন বাড়ি যাই”। এমনিতেই ভিনরাজ্যে গত ২১ দিন ধরে আটকে থাকায় মনে মনে ফুঁসছিলেন ওই শ্রমিকরা, বিনয় দুবের ওই আহ্বানে আগুনে ঘি পড়ে। প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার যেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা করার পরও ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, বাস-ট্রেনের ব্যবস্থা করতে না পারলে প্রয়োজনে আমিও শ্রমিকদের সঙ্গে হাঁটতে রাজি।

Related articles

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...
Exit mobile version