Tuesday, August 26, 2025

পঞ্জাবের পরে ফের লকডাউনে আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। সেখানকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ছ’জন করোনা আক্রান্ত হয়েছেন- সোমবার রাতে এই গুজব ছড়ায়। মঙ্গলবার, সকালে জামুরিয়া থানার পুলিশ কর্মীরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে খাবার দিতে গেলে তাঁদের বাধা দেন সেখানে থাকা বাকিরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 25 জন পুলিশ নিয়ে সেখানে যান ওসি সুব্রত ঘোষ। অভিযোগ কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকেরা দাবি জানান, করোনা আক্রান্ত বা বাইরের কাউকে সেখানে রাখা যাবে না। ওসি বলেন, এটা একেবারেই গুজব। এটাতে কান না দিতে। অভিযোগ, আচমকাই পুলিশকর্মীদের উপর লাঠি নিয়ে আক্রমণ চালান কোয়ারেন্টাইনে থাকা লোকেরা। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রমণে ওসি সুব্রত ঘোষের পা ভাঙে। পরে অন্য পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যান। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন, শুধুমাত্র গুজবের জেরেই এই অশান্তি। প্রশাসনের তরফ থেকে সবাইকে গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। তবে যে 6 জনকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আসানসোলে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের আর কোয়ারেন্টাইন সেন্টারে ফেরত নিয়ে যাওয়া যায়নি। তাঁদের আসানসোলেই রাখা হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কারও করোনা সংক্রমণ ধরা পড়েনি।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version