লকডাউনের মধ্যে যাতে কোনও কর্মীর ছাঁটাই না হয় সে বিষয়ে বেসরকারি সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তা সত্ত্বেও সংবাদমাধ্যমের অনেক কর্মীর এই সময়ের মধ্যে চাকরি চলে গিয়েছে। নবান্নে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সংবাদমাধ্যমেও এর মধ্যে অনেকেই চাকরি হারিয়েছেন। তিনি বলেন, “আপনারা সবার খবর করেন। কিন্তু নিজেদের খবরটা করতে পারেন না। কিন্তু আমার কাছে সব খবরই আসে”।

সংবাদমাধ্যমে আগামী দিনে সঙ্কট আসছে। দিল্লি সূত্রে খবর, ইতিমধ্যেই ন্যাশানাল মিডিয়ার বেশকিছু কর্মীকে বরখাস্তের চিঠি ধরানো হয়েছে। এরপরই নবান্নে একথা বলেন মুখ্যমন্ত্রী।