Friday, August 22, 2025

বিশ্বজুড়ে করোনা- আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ব্রিটেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছু কম নয়। সেখানে এখন এই সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। মৃতের সংখ্যা প্রায় ১২,০০০। যারা দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ৩৪ শতাংশ করোনায় আক্রান্ত। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা শুধু আক্রান্তই হননি মারাও গিয়েছেন বহু। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করছে।

ব্রিটেনের এমন পরিস্থিতির ছবি তুলে ধরেছেন বাঙালি চিকিৎসক দম্পতি সুমন পাল ও প্রিয়াঙ্কা দে। বাংলার এই দুই তরুণ চিকিৎসক রয়েছেন লিভারপুলের রয়্যাল হাসপাতাল এবং ওয়ারিংটন হাসপাতলে। এরইমধ্যে সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসের এই দুই চিকিৎসক অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন।

লিভারপুলের রয়্যাল হাসপাতাল থেকে সুমন জানিয়েছেন, এই পরিস্থিতিতে সেখানকার সব হাসপাতালের ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীকে, শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যই তৈরি রাখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের কেউ আক্রান্ত হলেও সার্বিক চিকিৎসা পরিষেবায় কোন ঘাটতি না হয়। যেই সমস্যাটা প্রথমদিকে হচ্ছিল সেটাই সপ্তাহ দুয়েকের মধ্যে অনেকটা মিটে গিয়েছে। আপাতত আমরা, অর্থাৎ ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে গেলে আলাদা জামা কাপড় পরতে হচ্ছে। কাজ শেষ করে হাসপাতাল থেকে বেরোনোর আগে সেই জামা-কাপড় লন্ড্রিতে দিয়ে আসতে হচ্ছে। গাউন রোজ স্টেরিলাইজ করা হচ্ছে। তার পরেও যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, এমনটা নয়।

সুমন ও প্রিয়াঙ্কা দু’জনেই জানান, যতটা সম্ভব বেড বাড়ানো হচ্ছে করোনা চিকিৎসার জন্য। সাধারণ চিকিৎসা, খুব জরুরি নয় এমন অপারেশন আপাতত স্থগিত করা হয়েছে। শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা ছাড়া স্থগিত থাকছে অন্য চিকিৎসা পরিষেবা।

তাঁদের অভিযোগ, লকডাউন ব্রিটেনে চলছে বটে তবে সেটা অনেক দেরিতে শুরু হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version