Sunday, November 2, 2025

বিশ্বজুড়ে করোনা- আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ব্রিটেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছু কম নয়। সেখানে এখন এই সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। মৃতের সংখ্যা প্রায় ১২,০০০। যারা দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ৩৪ শতাংশ করোনায় আক্রান্ত। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা শুধু আক্রান্তই হননি মারাও গিয়েছেন বহু। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করছে।

ব্রিটেনের এমন পরিস্থিতির ছবি তুলে ধরেছেন বাঙালি চিকিৎসক দম্পতি সুমন পাল ও প্রিয়াঙ্কা দে। বাংলার এই দুই তরুণ চিকিৎসক রয়েছেন লিভারপুলের রয়্যাল হাসপাতাল এবং ওয়ারিংটন হাসপাতলে। এরইমধ্যে সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসের এই দুই চিকিৎসক অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন।

লিভারপুলের রয়্যাল হাসপাতাল থেকে সুমন জানিয়েছেন, এই পরিস্থিতিতে সেখানকার সব হাসপাতালের ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীকে, শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যই তৈরি রাখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের কেউ আক্রান্ত হলেও সার্বিক চিকিৎসা পরিষেবায় কোন ঘাটতি না হয়। যেই সমস্যাটা প্রথমদিকে হচ্ছিল সেটাই সপ্তাহ দুয়েকের মধ্যে অনেকটা মিটে গিয়েছে। আপাতত আমরা, অর্থাৎ ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে গেলে আলাদা জামা কাপড় পরতে হচ্ছে। কাজ শেষ করে হাসপাতাল থেকে বেরোনোর আগে সেই জামা-কাপড় লন্ড্রিতে দিয়ে আসতে হচ্ছে। গাউন রোজ স্টেরিলাইজ করা হচ্ছে। তার পরেও যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, এমনটা নয়।

সুমন ও প্রিয়াঙ্কা দু’জনেই জানান, যতটা সম্ভব বেড বাড়ানো হচ্ছে করোনা চিকিৎসার জন্য। সাধারণ চিকিৎসা, খুব জরুরি নয় এমন অপারেশন আপাতত স্থগিত করা হয়েছে। শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা ছাড়া স্থগিত থাকছে অন্য চিকিৎসা পরিষেবা।

তাঁদের অভিযোগ, লকডাউন ব্রিটেনে চলছে বটে তবে সেটা অনেক দেরিতে শুরু হয়েছে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version