Wednesday, December 17, 2025

বিশ্বজুড়ে করোনা- আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ব্রিটেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছু কম নয়। সেখানে এখন এই সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। মৃতের সংখ্যা প্রায় ১২,০০০। যারা দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ৩৪ শতাংশ করোনায় আক্রান্ত। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা শুধু আক্রান্তই হননি মারাও গিয়েছেন বহু। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করছে।

ব্রিটেনের এমন পরিস্থিতির ছবি তুলে ধরেছেন বাঙালি চিকিৎসক দম্পতি সুমন পাল ও প্রিয়াঙ্কা দে। বাংলার এই দুই তরুণ চিকিৎসক রয়েছেন লিভারপুলের রয়্যাল হাসপাতাল এবং ওয়ারিংটন হাসপাতলে। এরইমধ্যে সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসের এই দুই চিকিৎসক অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন।

লিভারপুলের রয়্যাল হাসপাতাল থেকে সুমন জানিয়েছেন, এই পরিস্থিতিতে সেখানকার সব হাসপাতালের ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীকে, শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যই তৈরি রাখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের কেউ আক্রান্ত হলেও সার্বিক চিকিৎসা পরিষেবায় কোন ঘাটতি না হয়। যেই সমস্যাটা প্রথমদিকে হচ্ছিল সেটাই সপ্তাহ দুয়েকের মধ্যে অনেকটা মিটে গিয়েছে। আপাতত আমরা, অর্থাৎ ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে গেলে আলাদা জামা কাপড় পরতে হচ্ছে। কাজ শেষ করে হাসপাতাল থেকে বেরোনোর আগে সেই জামা-কাপড় লন্ড্রিতে দিয়ে আসতে হচ্ছে। গাউন রোজ স্টেরিলাইজ করা হচ্ছে। তার পরেও যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, এমনটা নয়।

সুমন ও প্রিয়াঙ্কা দু’জনেই জানান, যতটা সম্ভব বেড বাড়ানো হচ্ছে করোনা চিকিৎসার জন্য। সাধারণ চিকিৎসা, খুব জরুরি নয় এমন অপারেশন আপাতত স্থগিত করা হয়েছে। শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা ছাড়া স্থগিত থাকছে অন্য চিকিৎসা পরিষেবা।

তাঁদের অভিযোগ, লকডাউন ব্রিটেনে চলছে বটে তবে সেটা অনেক দেরিতে শুরু হয়েছে।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version