ভুয়ো খবর ছড়ানোর কারণে একটি নিউজ চ্যানেলের সাংবাদিককে গ্রেফতার করল মহারাষ্ট্র সরকার। গতকাল বান্দ্রা রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকরা ট্রেন ছাড়বে এই আশায় ছুটে আসেন। সে নিয়ে স্টেশনে ধুন্ধুমার বেধে যায়। লকডাউনের শর্তাবলী উপেক্ষা করে পুলিশ নামে, এবং বহু শ্রমিকের উপর লাঠি চালানো হয়। রাহুল কুলকার্নি নামে ওই সাংবাদিককে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।

মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রণয় অশোক জানান, রাহুলের বিরুদ্ধে দন্ডবিধির ২৬৯,২৭০, ৫০৫(b), ১৮৮, ১১৭ ধারায় মামলা করা হয়েছে। এছাড়া মহামারী আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী নভি মুম্বইয়ের এক বাসিন্দার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তার বিরুদ্ধে ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানোর অভিযোগ রয়েছে।


