করোনা মোকাবিলায় রাজ্যুজুড়ে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বাড়ি থেকে কেউ রাস্তায় বের হলেই তাঁকে পড়তে হবে মাস্ক। এর পরই বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয় তৎপরতা।

আজ, বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায়, বেহালার ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড-এর পুলিশ ডায়মন্ড হারবার রোডের উপর আগত সমস্ত ব্যক্তিদের, যাঁরা মাস্ক পরে নেই তাঁদেরকে মাস্ক পড়তে বাধ্য করছে। এবং যাঁরা মাস্ক ছাড়া বেরোচ্ছে তাদেরকে শাস্তি হিসেবে বেশ খানিকক্ষণ আটকে রাখছে পুলিশ।

সেইসঙ্গে খেয়াল রাখা হচ্ছে, যাতে সমস্ত মানুষ মাস্ক ব্যবহার করে থাকে। দেখা যাচ্ছে, অনেক মানুষই মাস্ক গলায় ঝুলিয়ে যাচ্ছেন। সেটা গলায় নয়, মুখে পরতে বাধ্য করা হচ্ছে।
