লকডাউনের সময় যাদের স্বাস্থ্য ও গাড়ির বিমার জন্য টাকা দেওয়ার নির্দিষ্ট দিন ছিল, তাদের আপাতত টেনশনমুক্ত করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ট্যুইট করে জানিয়েছেন, স্বাস্থ্য বিমার জন্য ১৫মে অবধি সময় পাওয়া যাবে। তবে এক্ষেত্রে শর্ত হলো যাদের বিমা বা পলিসি ২৫ মার্চের পরে ছিল তাঁরাই এই সুযোগ পাবেন। লকডাউন জারি করার আগে যাদের বিমার টাকা জমা দেওয়ার দিন নির্দিষ্ট ছিল, তারা কিন্তু এই সুবিধা পাবেন না।
