নবান্নে মন্ত্রিসভার বৈঠক

বৃহস্পতিবার বিকেলে নবান্নে হল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এর আগে দু’বার এই বৈঠক বাতিল হয়। বৈঠকে থাকতে বলা হয়েছিল কলকাতা এবং কলকাতার আশপাশের জেলার মন্ত্রীদের। বাইরের জেলার মন্ত্রীদের আসার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে দেখা যায় প্রত্যেকেই পড়েছিলেন মাস্ক। দূরত্ব বজায় রেখেছিলেন এবং টেবিলের ওপর রাখা ছিল স্যানিটাইজার। আলোচনার বিষয় ছিল করোনা সংক্রমণ প্রতিরোধে পরিকল্পনা। কোন জেলার কী পরিস্থিতি সে নিয়ে আলোচনার পর আর কী কী পদ্ধতি দ্রুত নেওয়া যায় সে নিয়ে আলোচনা হয়।

Previous articleঅর্থমন্ত্রী সীতারামনের ঘোষণায় লাভ স্বস্তির নিঃশ্বাস আমজনতার
Next article‘খুবসুরত’-এর জগন নেই