Wednesday, August 27, 2025

রাজ্যের খাদ্য ও গণবণ্টন দফতরের নতুন সচিব হচ্ছেন পারভেজ আহমেদ সিদ্দিকি। এতদিন তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের সচিবের দায়িত্ব পালন করছিলেন।

লকডাউন পর্বে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ উঠছিলো। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হন৷ যার জেরেই খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে অপসারণ করা হল বলে নবান্ন সূত্রে খবর। এই মুহুর্তে তাঁকে কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে।

ওদিকে রাজ্যের দুই জেলা, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসকের বদলির নির্দেশিকাও জারি হয়েছে। দার্জিলিংয়ের বর্তমান জেলাশাসক দিপাপ প্রিয়া পি-কে বদলি করা হয়েছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে। তাঁকে ওই দফতরের ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ নিয়োগ করা হয়েছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হচ্ছেন পোন্নামবলম এস। তিনি বর্তমানে SJDA বা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের CEO পদে আছেন তিনি। শিলিগুড়ির GST কমিশনার প্রিয়াঙ্কা সিংলা SJDA-র CEO-র অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠিকে বদলি করে মুখ্যচিবের ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ নিয়োগ করা হয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ, শুক্রবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকে করোনা সংক্রমণের চিত্র, লকডাউন পরিস্থিতি নিয়ে জেলা ভিত্তিক আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version