Sunday, August 24, 2025

অভিষেকের ‘কল্পতরু’র ডাকে অভাবনীয় সাড়া, আশীর্বাদ করছেন এলাকার মানুষ

Date:

Share post:

কথা ছিল প্রত্যেকদিন তাঁর সংসদীয় এলাকার অসহায় এবং দরিদ্র ৪০ হাজার মানুষকে টানা ১০দিন খাওয়াবেন। কিন্তু বাস্তব চিত্রটা একেবারে অন্য। যত দিন যাচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘কল্পতরু’র ছাতার তলায় জনসংখ্যা ক্রমশ বাড়ছে। শুরু হওয়ার ষষ্ঠ দিনে, ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় খাবার পৌঁছে দেওয়ার সংখ্যাটা লাখ ছুঁই ছুঁই — ৯৭,০৯৭। আর সব মিলিয়ে ষষ্ঠ দিনেই দশ দিনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল কল্পতরু, ৪,৯২,৯২৮ জনের বাড়িতে পৌঁছে গেল খাবার। দেশব্যাপী এই কঠিন পরিস্থিতিতে বাংলার কোনও সাংসদের এটি এক বেনজির উদ্যোগ। শুধু তাই নয়, বাংলার ইতিহাস ঘাঁটলেও খুঁজে পাওয়া মুশকিল যেখানে কোনও একজন সাংসদের একক প্রচেষ্টায় লাখ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে যাচ্ছে। উচ্ছ্বসিত ডায়মন্ডহারবারের মানুষ। তাঁরা আশীর্বাদ করছেন তৃণমূলের এই যুব সাংসদকে।

‘কল্পতরু’র আওতায় আসতে নাম নথিভুক্তিকরণের জন্য ফোনের ঝড় সামলাতে হয়েছে। লক্ষ্য ছিল করোনামুক্ত ডায়মন্ডহারবার এবং এই লকডাউনে দরিদ্র পরিবারগুলির হাতে খাবার তুলে দেওয়া। তৈরি হয় কমিউনিটি কিচেন। প্রত্যেকটি বিধানসভায় কমিউনিটি কিচেন। ৭টি বিধানসভায় মোট ২১টি। কমিউনিটি কিচেনের জন্য সব ধরণের সাবধানতা, শুদ্ধতার ব্যবস্থা নেওয়া হয়েছে। খাবার পেতে কোথাও দরিদ্র মানুষগুলি নিজে ফোন করেছেন। আবার অনেকের মোবাইল না থাকায় এলাকার মানুষ সেই দরিদ্র পরিবারের সন্ধান দিয়েছেন। নাম নথিভুক্ত হয়েছে। যারা এই কমিউনিটি কিচেনের সঙ্গে জড়িয়ে, তাঁদের মাস্ক, গ্লাভস, অ্যাপ্রন দেওয়া হয়েছে। সব রকমের জীবাণুমক্তকরণের ব্যবস্থা করা হয়েছে।

সব মিলিয়ে এলাহি কর্মকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কোথাও এতটুকু সমস্যা নেই। প্রতিদিন এই কল্পতরু চলছে মসৃণ গতিতে, সৌজন্যে ‘টিম অভিষেক’। বাংলায় ব্যতিক্রমী এই ‘কল্পতরু কর্মকাণ্ড’ সমাজসেবায় নিশ্চিত মাইলস্টোন হয়ে থাকবে।

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...