Monday, May 5, 2025

অভিষেকের ‘কল্পতরু’র ডাকে অভাবনীয় সাড়া, আশীর্বাদ করছেন এলাকার মানুষ

Date:

Share post:

কথা ছিল প্রত্যেকদিন তাঁর সংসদীয় এলাকার অসহায় এবং দরিদ্র ৪০ হাজার মানুষকে টানা ১০দিন খাওয়াবেন। কিন্তু বাস্তব চিত্রটা একেবারে অন্য। যত দিন যাচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘কল্পতরু’র ছাতার তলায় জনসংখ্যা ক্রমশ বাড়ছে। শুরু হওয়ার ষষ্ঠ দিনে, ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় খাবার পৌঁছে দেওয়ার সংখ্যাটা লাখ ছুঁই ছুঁই — ৯৭,০৯৭। আর সব মিলিয়ে ষষ্ঠ দিনেই দশ দিনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল কল্পতরু, ৪,৯২,৯২৮ জনের বাড়িতে পৌঁছে গেল খাবার। দেশব্যাপী এই কঠিন পরিস্থিতিতে বাংলার কোনও সাংসদের এটি এক বেনজির উদ্যোগ। শুধু তাই নয়, বাংলার ইতিহাস ঘাঁটলেও খুঁজে পাওয়া মুশকিল যেখানে কোনও একজন সাংসদের একক প্রচেষ্টায় লাখ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে যাচ্ছে। উচ্ছ্বসিত ডায়মন্ডহারবারের মানুষ। তাঁরা আশীর্বাদ করছেন তৃণমূলের এই যুব সাংসদকে।

‘কল্পতরু’র আওতায় আসতে নাম নথিভুক্তিকরণের জন্য ফোনের ঝড় সামলাতে হয়েছে। লক্ষ্য ছিল করোনামুক্ত ডায়মন্ডহারবার এবং এই লকডাউনে দরিদ্র পরিবারগুলির হাতে খাবার তুলে দেওয়া। তৈরি হয় কমিউনিটি কিচেন। প্রত্যেকটি বিধানসভায় কমিউনিটি কিচেন। ৭টি বিধানসভায় মোট ২১টি। কমিউনিটি কিচেনের জন্য সব ধরণের সাবধানতা, শুদ্ধতার ব্যবস্থা নেওয়া হয়েছে। খাবার পেতে কোথাও দরিদ্র মানুষগুলি নিজে ফোন করেছেন। আবার অনেকের মোবাইল না থাকায় এলাকার মানুষ সেই দরিদ্র পরিবারের সন্ধান দিয়েছেন। নাম নথিভুক্ত হয়েছে। যারা এই কমিউনিটি কিচেনের সঙ্গে জড়িয়ে, তাঁদের মাস্ক, গ্লাভস, অ্যাপ্রন দেওয়া হয়েছে। সব রকমের জীবাণুমক্তকরণের ব্যবস্থা করা হয়েছে।

সব মিলিয়ে এলাহি কর্মকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কোথাও এতটুকু সমস্যা নেই। প্রতিদিন এই কল্পতরু চলছে মসৃণ গতিতে, সৌজন্যে ‘টিম অভিষেক’। বাংলায় ব্যতিক্রমী এই ‘কল্পতরু কর্মকাণ্ড’ সমাজসেবায় নিশ্চিত মাইলস্টোন হয়ে থাকবে।

spot_img
spot_img

Related articles

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...