Saturday, January 17, 2026

দার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা আজ থেকে বন্ধ

Date:

Share post:

আজ, শুক্রবার থেকেই বন্ধ করা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা৷ লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দার্জিলিং ও কালিম্পংয়ের রাস্তায় প্রতিদিন ভিড় বেড়েই চলেছে।

আজ, শুক্রবার কালিম্পং ও দার্জিলিংয়ে ঢোকার সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে৷ কঠোরভাবে লকডাউন মানার জন্য ওই দুই শহরে ঢোকা ও বেরোনোর একটি মাত্র পথ খোলা থাকবে। ওই পথ দিয়ে শুধু অত্যাবশ্যকীয় পণ্য যাতায়াতের গাড়িকেই ছাড়পত্র দেওয়া হবে। অন্যদিকে, দার্জিলিং সদর বাজারে লকডাউন অমান্য করে ভিড় করার ঘটনায় উদ্বিগ্ন মোর্চার সভাপতি বিনয় তামাংও। আজ, শুক্রবার দার্জিলিং পুলিসকে সঙ্গে নিয়ে তিনি দার্জিলিং সদর বাজার যাবেন লকডাউন খতিয়ে দেখতে। বিনয় তামাং বলেন, শুক্রবার থেকে দার্জিলিংয়ে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। শুধু অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই গাড়ি ঢোকার ছাড়পত্র দেওয়া হবে। বাকি সব রাস্তা বন্ধ থাকবে। অন্যদিকে, সুস্থ থাকায় ও ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কালিম্পংয়ের দু’টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ৪১ জনকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপার উপস্থিতিতে এদিন ওই ৪১ জনকে ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ সিমলাংগি বলেন, ওই ৪১ জনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন অবশ্য কালিম্পংয়ের একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আরও ১৪ জনকে নতুন করে ভর্তি করা হয়েছে।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...