Sunday, November 9, 2025

দার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা আজ থেকে বন্ধ

Date:

Share post:

আজ, শুক্রবার থেকেই বন্ধ করা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা৷ লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দার্জিলিং ও কালিম্পংয়ের রাস্তায় প্রতিদিন ভিড় বেড়েই চলেছে।

আজ, শুক্রবার কালিম্পং ও দার্জিলিংয়ে ঢোকার সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে৷ কঠোরভাবে লকডাউন মানার জন্য ওই দুই শহরে ঢোকা ও বেরোনোর একটি মাত্র পথ খোলা থাকবে। ওই পথ দিয়ে শুধু অত্যাবশ্যকীয় পণ্য যাতায়াতের গাড়িকেই ছাড়পত্র দেওয়া হবে। অন্যদিকে, দার্জিলিং সদর বাজারে লকডাউন অমান্য করে ভিড় করার ঘটনায় উদ্বিগ্ন মোর্চার সভাপতি বিনয় তামাংও। আজ, শুক্রবার দার্জিলিং পুলিসকে সঙ্গে নিয়ে তিনি দার্জিলিং সদর বাজার যাবেন লকডাউন খতিয়ে দেখতে। বিনয় তামাং বলেন, শুক্রবার থেকে দার্জিলিংয়ে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। শুধু অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই গাড়ি ঢোকার ছাড়পত্র দেওয়া হবে। বাকি সব রাস্তা বন্ধ থাকবে। অন্যদিকে, সুস্থ থাকায় ও ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কালিম্পংয়ের দু’টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ৪১ জনকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপার উপস্থিতিতে এদিন ওই ৪১ জনকে ছেড়ে দেওয়া হয়। কালিম্পংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ সিমলাংগি বলেন, ওই ৪১ জনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন অবশ্য কালিম্পংয়ের একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আরও ১৪ জনকে নতুন করে ভর্তি করা হয়েছে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...