আমেরিকায় করোনা-মৃত্যু ৩২ হাজার ছাড়ালো, আক্রান্ত সাড়ে ৬ লক্ষ

বিশ্বে করোনা-মৃত্যুর রেকর্ড করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লক্ষ। শুধু নিউইয়র্কেই করোনা মৃত্যু ১১ হাজার। এই পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব শাটডাউন পর্ব শেষ করে স্বাভাবিক অবস্থায় ফিরতে চায় আমেরিকা। দেশের মানুষও তাই চান। অর্থনীতিকে চাঙ্গা করাই মূল লক্ষ্য। তাই পর্যায়ক্রমে মার্কিন প্রদেশগুলিতে শাটডাউন তোলা হবে। সংক্রমণের গ্রাফ অনুযায়ী তিন ধরনের গাইডলাইনের ভিত্তিতে গোটা দেশে নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Previous articleরাজ্যকে সাতসকালেই হুমকি রাজ্যপালের, বিতর্ক
Next articleদার্জিলিং ও কালিম্পংয়ে ঢোকার রাস্তা আজ থেকে বন্ধ