Sunday, August 24, 2025

৯৬ ঘন্টায় ৭২ হাজার টাকা সংগ্রহ! করোনার যুদ্ধে ইস্টবেঙ্গলের মশাল জ্বালাচ্ছে ফ্যান ক্লাব

Date:

গোটা বিশ্ব এখন নরখাদক কোভিড-১৯ মহামারির কবলে। বিশেষজ্ঞ-ডাক্তারদের পরামর্শ মেনে গোটা বিশ্ব স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছে। কল-কারখানা, ব্যবসা-বানিজ্য, গাড়ি-ঘোড়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে ফুটবল-সহ অন্যান্য খেলাধুলাও। ফুটবলবিশ্বের তাবড় মহাশক্তিধর দেশ ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স এই মহামারিতে রীতিমতো মৃত্যু উপত্যকা। বন্ধ হয়ে গেছে বাঙালির চিরাচরিত আবেগের ডার্বিও, যা হয়তো ইতিহাসের শেষ বাঙালির ডার্বি মর্যাদা পেতে চলেছিলো।

 

মহামারির হাত থেকে বাঁচতে গোটা বিশ্বের মতো ভারতও গৃহবন্দি বা লকডাউনের আওতায়। ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য এই লকডাউন এক ভয়ঙ্কর অভিশাপের সমান, আবার বাইরে করোনার মৃত্যু ভ্রূকুটি। আয়ের উপায় বন্ধ হলেও জীবনে চলার পথ বন্ধ হয় না।

এই তীব্র বিপদসঙ্কুল পরিস্থিতিতে দেশের জনগণকে সুস্থ, স্বাভাবিক রাখাটা সরকারের দায়িত্ব। সরকার তার দায়িত্ব পালনে যথাসাধ্য বদ্ধপরিকর মনোভাব দেখাচ্ছে। কিন্তু এত বৃহৎ এবং বৈচিত্র্যময় দেশে সবকিছু ঠিকঠাক ছন্দে ধরে রাখতে গেলে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। আর তাই লকডাউনে যাওয়ার শুরু থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের এ রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের জনগণের কাছ থেকে অর্থসাহায্য চেয়ে গঠন করেছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে টাকা সকল রাজ্য সরকারের মধ্যে বিলিবন্টন হবে আর মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে টাকা সংশ্লিষ্ট রাজ্যের জনগণের হিতে খরচ করা হবে।

EAST BENGAL the REAL POWER (EBRP) কখনওই নিজেদের শুধুমাত্র ইস্টবেঙ্গলের ফ্যান ফোরামের গন্ডিতে আবদ্ধ রাখতে চায়নি। সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে সাধ্যমতো ব্রতী হয়ে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে চেয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের নাম। নিজেদের সমর্থকদের বিপদে পাশে দাঁড়ানোর সীমা পেরিয়ে EBRP করতে চায় আরেকটু বেশি কিছু। কাজের মধ্য দিয়ে মাতৃসম ক্লাবের নামটাকে ছড়িয়ে দিতে চায় দেশের কোণায় কোণায়, সমাজের স্তরে স্তরে।

এই আরেকটু বেশি কিছু করার প্রচেষ্টা থেকেই উদ্যোগ নেওয়া হয় প্রধানমন্ত্রীর ও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য অনুদান সংগ্রহের। মাত্র ৯৬ ঘন্টায় ১৬৪ জন সদস্যের আনুকুল্যে মোট ৭১,৯৭১ টাকা সংগ্রহ সম্ভব হয়েছে। যার অর্ধেক অর্থাৎ ৩৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর তহবিলে আর বাকি ৩৬ হাজার টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে জমা করা হয়েছে।

এখানেই থামতে রাজি নয় EBRP পরিবার। আরেকটু বেশি হলে ক্ষতি কি? আর তাই হালিশহরে দারিদ্রসীমার নীচে বসবাসকারী একশোটি পরিবারকে খাদ্যসামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ করে করোনা বিরোধী লড়াইয়ে টিকিয়ে রাখতে ব্রতী হয়েছে EBRP পরিবার। শুরু হয়েছে EBRP পরিবারের মধ্য থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া। দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই লড়াইটা জিতে নেওযার ব্যাপারে EBRP পরিবার বেশ আত্মবিশ্বাসী।

অন্ধকারের শেষে যেমন ভোরের আলো আসে, ঠিক সেভাবেই পৃথিবীর এই অসুখও একদিন শেষ হয়ে আলোয় ঝলমল করবে। সব ঠিক হয়ে যাবে। গড়াতে গড়াতে গতিশীল হয়ে উঠবে মানবজীবন। প্রাকৃতিক নিয়ম মেনেই সব হবে। তবে এই জমাট অন্ধকারে EBRP মাতৃসম ইস্টবেঙ্গল ক্লাবের নামকে সামনে রেখে জ্বলন্ত মশাল হাতে আর্ত মানবতার সেবায় যথাসাধ্য এগিয়ে আসতে বদ্ধপরিকর।

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version