Monday, December 8, 2025

সাংবাদিকদের বিমানীতি খতিয়ে দেখুক রাজ্য, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

করোনাযুদ্ধে সাংবাদিকদের বিমানীতি পুনর্বিবেচনা করুক রাজ্য সরকার

শুক্রবার বিকেলে শুনেছি চলতি করোনাযুদ্ধে সাংবাদিকদেরও বিমার আওতায় আনছে রাজ্য সরকার। এটাও শুনেছি, এই সুবিধা শুধু সরকারি পরিচয়পত্র থাকা সাংবাদিকদের জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা নির্দিষ্টভাবে জানি না। এ বিষয়ে আমার বক্তব্য আছে। সাংবাদিকদের জন্য সরকারের সহানুভূতিকে স্বাগত জানিয়েও সেগুলি পেশ করছি এই পেশায় থাকা সবার জন্য। সরকারের কাছেও বিবেচনার জন্য পেশ করব।

1) সরকারি পরিচয়পত্র যাঁদের আছে, তাঁরা সরকারি বিমার সুবিধা পান, আপত্তি নেই।

2) কিন্তু সরকারি পরিচয়পত্র ছাড়াও যাঁরা সংবাদমাধ্যমে কাজ করেন, এমনকি রিপোর্টিংয়েও কাজ করেন, তাঁদের কী হবে?

3) সরকারি পরিচয়পত্র থাকলেই সাংবাদিক, বাকিরা নন, এটা ভাবার কারণ কী? সরকারি পরিচয়পত্র শুধু বিশেষ কয়েকটি সরকারি বা জরুরি জায়গায় ঢোকার ছাড়পত্র, বিশেষত সরকারি জায়গায়। তার সঙ্গে সামগ্রিক সাংবাদিকতার মূল পরিচয়ের সম্পর্ক নেই। “সরকার স্বীকৃত সাংবাদিক” , এই ধারণাটাই ভুল।

4) যাঁদের সরকারি পরিচয়পত্র আছে, তার বাইরেও বহু রিপোর্টার আছেন। সাব এডিটররা সাংবাদিক নন, এটা কবে ঠিক হল? নিউজ ডেস্ক মিডিয়া হাউসের মেরুদন্ড। এর বাইরে আরও একাধিক বিভাগ আছে, যাঁরা না থাকলে শুধু সরকারি পরিচয়পত্রধারীরা কিছুই করতে পারবেন না। তাঁদেরও তো কাজ করতে হচ্ছে। যেমন: ডিটিপি, লেআউট শিল্পী, প্রডাকশন, মেশিন, সার্কুলেশন বা চ্যানেলের ক্ষেত্রে এডিট, অ্যাঙ্কর, প্রডিউসার, পিসিআর রুম, ডিস্ট্রিবিউশন, গাড়ির চালক ইত্যাদি। এরা ছাড়া কাগজ বা চ্যানেল হবে?? এরা অফিসের জন্য বেরোচ্ছেন না? অফিস করছেন না? সরকারকে কারা কী বোঝাচ্ছে?

5) একজন সরকারি পরিচয়পত্রধারী সাংবাদিক বিমার আওতায়। কিন্তু তিনি যদি জীবাণুবাহী হয়ে অফিসে ঢুকে বাকিদের বারোটা বাজান, তার দায়িত্ব কে নেবে ? সরকারের যে বা যাঁরা নীতি ঠিক করেছেন, তাঁরা এটা ভেবেছেন তো?

6) সব সরকারি পরিচয়পত্রধারীরাই এখন সক্রিয়ভাবে ময়দানে কাজ করছেন, কে বলল? তালিকা ধরে ধরে এগোলে কিন্তু বিশ্রী বিতর্ক বাড়বে।

7) সরকারি পরিচয়পত্র যাদের নেই, তাঁরা বঞ্চিত হবেন কেন? কলকাতা ও সব জেলা মিলিয়ে সংখ্যাটা যথেষ্ট।

8) এখন পোর্টাল বা ডিজিটাল মিডিয়া চুটিয়ে কাজ করছে। বহু ক্ষেত্রে তথাকথিত মূলস্রোতের বহু কাগজ, চ্যানেলের থেকেও এগিয়ে। তাদের কর্মীরা বঞ্চিত হবেন কেন? এদের সরকারি স্বীকৃতির সুষ্ঠু ব্যবস্থা দরকার। এতে অনেক চক্র থেকে বাধা আসবে, নিশ্চিত। কিন্তু সরকারকে ব্যবস্থা তো নিতে হবে। সরকার নিজে আজকের যুগে ডিজিটাল মাধ্যম ব্যবহার করছেন, আর ডিজিটাল মিডিয়ার প্রশ্নে চোখ বুজে থাকলে সেটা ঠিক হবে না।

9) করোনা বিপদে সাংবাদিকদের বিমার কথা ভাবা ভালো। কিন্তু যখন এই কদিন আগেও একাধিক হাউস থেকে ঢালাও ছাঁটাই হল, তখন তাদের বিপদে পাশে থাকতে কিছু করা হয়েছে কি? কোন বিপদটা বেশি বড়? শুধু আজ যারা সরকারের মুখের সামনে বসে খবর করছে, তাদের সাময়িক নিরাপত্তার মোড়ক দেওয়ার নীতি কি সরকারের পদক্ষেপ হিসেবে খুব গ্রহণযোগ্য? সরকার যেসব কাগজ বা চ্যানেলকে কারণে অকারণে এই কঠিন দিনেও ঢালাও বিজ্ঞাপন দিয়ে চলেছে, তাদের নির্দেশ দিক কর্মীদের বিমা করাতে। তার বদলে নিজেরা বিমা করতে গিয়ে বৈষম্যমূলক নীতি নিচ্ছে কেন?

10) সাংবাদিকদের জন্য সরকার ভাবছেন, এটা খুবই ইতিবাচক। কিন্তু তার মধ্যে পেশাটি বিভাজিত হয়ে গেলে সকলে সরকারকে ধন্যবাদ দিতে পারবে না। আবার বলছি, সরকারি পরিচয়পত্র বিশেষ কিছু জায়গায় কাজের সুবিধার্থে ঢোকার ছাড়পত্র। তার সঙ্গে সামগ্রিক সাংবাদিকতার মূল পরিচয়ের সম্পর্ক নেই। ফলে, যদি ওই পরিচয়পত্রের উপর ভিত্তি করে সরকার সাংবাদিকদের সংখ্যা ভাবেন, এই ধারণাটাই 100% ভুল। বাকিদের ক্ষেত্রে বিষয়টি মানবিক হবে না।

আমি আশা করি, বিষয়টি যথাযথভাবে বিবেচিত হবে।

এখনকার তথাকথিত মূলস্রোতের সংবাদমাধ্যমে যে সিনিয়র সাংবাদিকরা আছেন, তাঁদের কাছে অনুরোধ, দয়া করে সরকারকে সঠিকভাবে গোটা পরিস্থিতিটা তথ্যসহ বোঝান।

spot_img

Related articles

অপরিকল্পিত SIR:কোচবিহারের বৈঠক থেকে কমিশনের পক্ষপাতিত্বকে তোপ মুখ্যমন্ত্রীর

ফের একবার নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর চালু করা নিয়ে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একদিকে রাজ্যের উন্নয়নের...

‘জয় হিন্দ’-এ আপত্তি, ‘বন্দেমাতরম’-এ বিতর্ক! সংসদে আলোচনায় কটাক্ষ মমতার

বিজেপির নেতারা বলছেন নেতাজি, গান্ধীজিকে পছন্দ করি না। আবার বিজেপির কেন্দ্রের সরকার সংসদে 'বন্দেমাতরম' (Vandemataram) ১৫০ বর্ষপূর্তিতে আলোচনার...

সংসদে ‘বঙ্কিমদা’! মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগতর, ক্ষমাও চাইলেন না প্রধানমন্ত্রী

বাঙালি বিদ্বেষী বিজেপির আরও এক চেহারা ফুটে উঠল সংসদে সোমবার। খোদ দেশের প্রধানমন্ত্রী সংসদে (Parliament) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে (Bankim...

গীতাপাঠের অনুষ্ঠানে কেন গেলেন না: কারণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

রবিবাসরীয় কলকাতায় ব্রিগেডে গীতাপাঠের আসর ভরালেন বিজেপির নেতারা। মাঠে উড়ল হনুমান, রামের পতাকা। আবার সেই আসরে যোগ না...