জন্মতিথিতে বিপদে পড়া মানুষের হাতে খাবার তুলে দিলেন দিলীপ

তিথি অনুযায়ী আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্মতিথি। তাই লকডাউনের মাঝেও আজকের দিনটা অন্যভাবে কাটালেন। সকালে উঠে রোজকার মতো হাঁটতে বেরিয়েছিলেন দিলীপ। তারপর একটু পরেই চলে যান মহিষাবাথান। সেখানে বিপদে পড়ে যাওয়া মানুষের হাতে তুলে দেন চাল-ডালসহ খাবারের জিনিস। বাড়ি ফিরে বাগানে ফুলগাছ লাগান। দুপুরে বাড়িতেই একেবারে কোনও বাহুল্য না করে যজ্ঞ করেন। প্রার্থনা করেন দ্রুত করোনা মুক্ত হোক রাজ্য ও দেশ। ফিরে আসুক স্বাভাবিক জীবনযাত্রা।