করোনাজনিত আর্থিক পরিস্থিতিতে অবসরপ্রাপ্তদের পেনশন ছাঁটাই বা আশি বছর বয়সের উর্ধে পেনশন বন্ধের যে প্রচার কোথাও কোথাও করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য ও গুজব বলে উড়িয়ে দিল কেন্দ্র। দেশের এই বিপর্যয়ের মধ্যে এই ধরনের অসৎ উদ্দেশ্যপ্রণোদিত প্রচার করে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলে এর কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রীর দফতর ও কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং। রবিবার এই বিষয়টি নিয়ে জাতীয় সংবাদ চ্যানেলে তিনি বলেন, এধরনের মিথ্যা প্রচার অভাবনীয়। মোদি সরকার অবসরপ্রাপ্তদের পেনশন তুলে দেবে, এটা যারা ভাবছেন তারা অসৎ উদ্দেশ্যে রটানো গুজবে একেবারেই বিভ্রান্ত হবেন না । মিথ্যা প্রচারে কান দেবেন না। পেনশন বন্ধ বা ছাঁটাইয়ের কোনও প্রশ্নই নেই। বরং এই লকডাউনের মধ্যেও যাতে অসুস্থ বা বয়স্ক মানুষদের পেনশন নির্দিষ্ট সময়ে তাদের কাছে পৌঁছে যায় সেজন্য ডাক বিভাগকে আরও বেশি করে কাজে লাগানো হচ্ছে।