ভারতে করোনার ভবিষ্যত বোঝা যাবে আগামী ৫-৭ দিনে, মত এইমসের

করোনা নিয়ে ভারতের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তথা এইমস তুলে ধরল এক তথ্য।

এইমসের ডিরেক্টর ডা: রণদীপ গুলেরিয়া জানান, আগামী ৫-৭ দিনের মধ্যে ভারতের ভবিষ্যত নির্ধারণ হবে।

করোনা পরিস্থিতি কোন দিকে এগোবে তা নিয়ে তিনি বলেন, “ভাইরাস প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে রেমডেসিভির ড্রাগ ব্যবহার করা যেতে পারে কিনা, সেই বিষয়ে ট্রায়াল চলছে। একইসঙ্গে প্লাজমা থেরাপি করার কথাও ভাবছি। এই পদ্ধতিতে একজন করোনা সংক্রামিত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তার শরীরের অ্যান্টিবডি করোনা প্রতিরোধে সক্ষম হয়।” তিনি আরও বলেন, “গত কয়েক দিনে করোনা সংক্রমণের হার অনেক কম। সংক্রমণের হার কমলে তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। এই চিত্র পরিষ্কার হবে আগামী ৫-৭ দিনের মধ্যে।”

Previous articleদেশের কারোনা পরিস্থিতি নিয়ে কী বলল স্বাস্থ্যমন্ত্রক
Next articleলকডাউন: অনলাইনে অনাবশ্যকীয় পণ্য সরবরাহে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের