চাল নেই। চুলো নেই। নেই শীতে কাঁথা। নেই বর্ষায় ছাতা। লকডাউনে এই নেই রাজ্যের বাসিন্দাদের কাছেই উর্দিধারী পুলিশ এখন স্বপ্নের ফেরিওয়ালা। ২৮ দিন ধরে ফুটপাথবাসী-স্টেশনবাসী অসহায়-সম্বলহীন ও ভবঘুরে মানুষদের পাশে দাঁড়িয়েছে বারুইপুর জি আর পি আধিকারিক অর্ণব দত্ত। সঙ্গে রয়েছে তাঁর পুরোবাহিনী।

লকডাউনের শুরু থেকেই আইসি অর্ণব দত্ত সহকর্মীদের সঙ্গে নিয়ে আট থেকে আশি, সকলের মুখে তুলে দিচ্ছেন খাবার। আজ, সোমবার তা একেবারে অন্যমাত্রা পেলো। এদিন পেটভরে প্রায় ১০০ জনকে মাংস-ভাত খাওয়ালো বারুইপুর রেল পুলিশ। সঙ্গে ছিল ডাল, আলুর চোকা, চাটনি, পাঁপড়, মিষ্টি। পেটপুরে খাওয়ার পর অর্ণব দত্ত ও তাঁর সহকর্মীদের দু’হাত তুলে আশীর্বাদ করলেন সারা বছর দু-বেলা দু-মুঠো না খেতে পাওয়া মানুষগুলি। আর যারা এখনও সেভাবে কিছু বোঝার না, সেই নিস্পাপ পথ শিশুদের তৃপ্তির হাসি যেন সবকিছুকে জয় করে নিলো এদিন।
যখন সবাই ধন্য ধন্য করছেন, তখনও অদ্ভুত এক স্নিগ্ধতা বারুইপুর জিআরপি বড়কর্তার শরীরী ভাষায়! যেন এ আর কী এমন কাজ। অর্ণব দত্ত শুধু একটাই শব্দ বাক্য ব্যয় করলেন, “এটুকু যদি করতে না পারি, তাহলে আর মানুষের উপকার কী লাগলাম। কঠিন সময়ে এই স্মৃতিগুলোই তো থেকে যাবে।”

সত্যি, করোনা যুদ্ধে মানব জাতি শেষ পর্যন্ত জয়ী হবে কিনা জানা নেই, তবে মারণ ভাইরাসের বিরুদ্ধে মানবিকতা কিন্তু জিতেই গেলো”।

দেখুন ভিডিও…
