লকডাউন পর্বে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। আজ, সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “এই রাজ্য রেশন ব্যবস্থা সম্পূর্ণ রকম ভেঙে পড়েছে”।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এটা বাস্তব সংকট নয়। এই সংকট তৈরি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের পাঠানো খাদ্যসামগ্রী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গুদামে মজুদ রয়েছে। অন্যদিকে, তৃণমূল রেশনের মাল চুরি করে মানুষের মধ্যে বিলি করছে”। সিবিআই তদন্ত হলেই দুর্নীতির ঘটনা সামনে আসবে বলে দাবি করেন রাহুল সিনহা।

এখানেই শেষ নয়। রাহুল সিনহা আরও অভিযোগ, রাজ্য সরকারের উপরে মানুষের কোনও ভরসা নেই। মানুষ বিশ্বাস করছে না ওদের। তাঁর কথায়, যারা মৃতদেহ লুকিয়ে ফেলে তাদের উপর মানুষ বিশ্বাস করে না। একইসঙ্গে তিনি বলেন কেন কোনও তালিকা প্রকাশ করা হচ্ছে না। কেন এ রাজ্যে ব়্যাপিড টেস্ট করা হচ্ছে না? এই পরীক্ষা পদ্ধতি অন্য রাজ্যে শুরু করা হয়েছে। কেন এই রাজ্য পিছিয়ে রয়েছে?
একইসঙ্গে তিনি বলেন, দু’একটি খারাপ কিট দেখিয়ে নিজেদের গাফিলতি ঢাকতে চাইছে রাজ্য।
