নক্ষত্রপতন! স্তব্ধ শৈশবের বহু রঙিন দিন… চলে গেলেন ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন সিরিজের অস্কার বিজয়ী পরিচালক জিন ডিচ।

শুধু পরিচালক নন, ডিচ একাধারে ছিলেন ইলাস্ট্রেটর, অ্যানিমেটর, প্রযোজক। প্রাগে, নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী শিল্পী, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫।