খিদে বড় বালাই। লকডাউন উপেক্ষা করেই সুন্দরবনের মধু সংগ্রহ করতে গিয়েছিলেন এক স্থানীয় বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে বাঘের হানায় মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

সুন্দবনের অনেক বাসিন্দাই মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। জীবনের ঝুঁকি নিয়েই তাঁদের মধু সংগ্রহে যেতে হয়। কিন্তু প্রশ্ন উঠছে লকডাউনে যেখানে সবাইকে বিনামূল্যে রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে, সেখানে তাঁর মধু সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন দেখা দিল কেন? সেটা সংগ্রহ করে তিনি বিক্রি করতেন কোথায়? বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।