করোনা সংকটের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িক স্থগিত

করোনা সংকটে এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমেরিকা। বিশ্বে সবচেয়ে বেশি মানুষের করোনা সংক্রমণ ও মৃত্যু হয়েছে এই দেশে। মার্কিন মুলুকে করোনায় প্রাণহানির সংখ্যা প্রায় ৪৩ হাজার। পরিস্থিতি সামলাতে বহু প্রদেশে লকডাউন করতে হয়েছে। এরফলে বাড়ছে বেকারি, অসংখ্য মার্কিন নাগরিক কাজ হারানোর মুখে। এযাবৎকালের রেকর্ড সংখ্যক আমেরিকান ইতিমধ্যেই বেকার ভাতার জন্য আবেদন করেছেন। ফলে স্বাস্থ্য ও অর্থনীতির জোড়া সংকটের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দেশের অভিবাসন নীতিতে সাময়িক বদল আনার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন নাগরিকদের জীবিকা ও অর্থনীতি সুরক্ষিত রাখার স্বার্থে এদেশে অভিবাসন বা ইমিগ্রেশন সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। চলতি নিয়মে বদল আনতে নির্দেশিকায় সই করবেন তিনি। অভিবাসন বন্ধ হলে মার্কিন নাগরিকদের কাজ হারানোর আশঙ্কা কিছুটা লাঘব হবে।

 

Previous articleকরোনা শঙ্কায় রাষ্ট্রপতি ভবনের ১০০ কর্মীকে পাঠানো হল কোয়ারান্টিনে
Next articleমধু সংগ্রহে গিয়ে বাঘের হানায় মৃত্যু